ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচে হেরে গেল বাংলানিউজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
প্রথম ম্যাচে হেরে গেল বাংলানিউজ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ হেরে গেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ‘ই’ গ্রুপের ম্যাচে দৈনিক সংবাদ প্রতিদিনের কাছে ২০ রানে হেরে যায় তারা।


 
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে সংবাদ প্রতিদিনের দেয়া ৮৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৬২ রান তোলে বাংলানিউজ। সর্বোচ্চ ২৬ রান করেন দলীয় অধিনায়ক সাজ্জাদ খান। ১৫ বলে দুটি চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান এ ডানহাতি ব্যাটসম্যান।

 
১১ বলে ১৬ রান আসে সুমন হোসেনের ব্যাট থেকে। তার ইনিংসে ছিল একটি ছক্কা ও একটি চারের মার। দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৫ রান আসে মুশফিকুর রহমান পিয়ালের ব্যাট থেকে।
 
সংবাদ প্রতিদিনের পেসার মামুন হোসেন দুই ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন একটি উইকেট।


এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ছয় ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮২ রান তোলে সংবাদ প্রতিদিন। দলের পক্ষে ১২ রান করেন রানা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে মামুনের ব্যাট থেকে। এ দুই ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেননি কেউ।  

সর্বোচ্চ ৫৩ রান আসে ‘মি: একস্ট্রা’ থেকে! যার মধ্যে বাই থেকে ৪, লেগ বাই থেকে ১১, নো বল থেকে ২ ও ওয়াইড থেকে ৩৬ রান।

 
বাংলানিউজের হয়ে সাজ্জাদ খান দুই ওভারে ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রাহাত মাহমুদ ও সুমন হোসেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘ই’ গ্রপের শেষ ম্যাচে চ্যানেল আইয়ের মুখোমুখি হবে বাংলানিউজ। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে এ ম্যাচ বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বাংলানিউজের সামনে।


এদিকে, টানা দ্বিতীয় জয় তুলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউন। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে এটিএন নিউজ (৩৭/০) ৬ উইকেটে মাছরাঙ্গা টিভিকে (৩৩/৪) পরাজিত করে। ‘জি’ গ্রুপের আরেক ম্যাচে বাংলা ট্রিবিউন (১৫৮/২) ১০৯ রানের বড় ব্যবধানে নিউজ ২৪ টিভিকে (৪৯/৬) হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।  

এছাড়া ঢাকা ট্রিবিউন (১২৬/২) ৮২ রানে কালের কন্ঠকে (৪৪/৪) পরাজিত করে। নিউ নেশনকে (৩৭/২) ৪ উইকেটে হারিয়েছে এসএ টিভি (৩৮/২)। এটিএন বাংলার (৯৭/৪) কাছে ৫ রানে হেরেছে নয়া দিগন্ত।  
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।