ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুন উদ্যোমে নারী দলের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
নতুন উদ্যোমে নারী দলের অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ইংলিশ কোচ ইয়ান ক্যাপেল। ৫৩ বছর বয়সী এই কোচের অনুশীলন সেশনে গুরুত্ব পাচ্ছে ব্যাটিং।



দীর্ঘ সময় ধরেই ব্যাটিংয়ে ছন্দ পাচ্ছে না বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি ম্যাচে ১০ ওভারে (কার্টেল ওভার) মাত্র ৫৪ রান তাড়া করতে নেমে ৪৮ রানে অলআউট হয় শুকতারা-লতা-ফারজানা-নিগার-রুমানাদের মতো ব্যাটসম্যানদের নিয়ে গড়া বাংলাদেশ দল।

আসন্ন এশিয়া কাপের আগে ব্যাটিংয়ে উন্নতি করতে মিরপুরের একাডেমি মাঠে ক্যাপেলের অধীনে চলছে বিশেষ অনুশীলন। সব ক্রিকেটারদের সুযোগ দেয়া হচ্ছে নেটে। ব্যাটিং টেকনিকে কারো ত্রুটি চোখে পড়লেই এগিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছেন বলটা কিভাবে খেলতে হবে।


কাঁধের ইনজুরি কাটিয়ে ওঠা সালমা খাতুনকে আলাদা করে শেখালেন কিভাবে রিভার্স সু্ইপ করতে হয়। বাংলাদেশ দলে হার্ডহিটার ব্যাটসম্যান আয়শা রহমান শুকতারাকে দেখালেন কিভাবে বলের উপর শক্তি প্রয়োগ করে ব্যাট চালাতে হয়।

এভাবে প্রায় সব ব্যাটসম্যানকেই কিছু কিছু কাজ দেখিয়ে দিয়েছেন ক্যাপেল। নেটে ব্যাটসম্যানরা ভালো কোনো শট খেললে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। নারী দলে হাই প্রোফাইল ইংলিশ কোচ আনায় অনুশীলনে নতুন উদ্যোম পাচ্ছেন ক্রিকেটাররা।

নতুন কোচ প্রসঙ্গে সালমা খাতুন বাংলানিউজকে বলেন, ‘ওনার (ইয়ান ক্যাপেল) অধীনে আমরা চার দিন কাজ করলাম। অনেক ভালো মানের কোচ ওনি। কোচ আমাদের দেখছে আমরা কেমন করি। অল্প সময়ে তো আর সব বোঝা যায় না। আমাদের বুঝতে গেলে আরও কয়েকটা দিন তো লাগবেই। তারপর একটা পরিকল্পনা হয়তো ওনি করবেন। আশা করি ওনার অধীনে আমাদের দূর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবো। ’

বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে আছেন ২৫ জন ক্রিকেটার। এ মাসের শেষ দিকে ছোট হয়ে আসবে দল।

আগামী নভেম্বর-ডিসেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাছাইপর্বের বাঁধা পেরিয়ে আসা নেপাল ক্রিকেট দল। এরপর জানুয়ারিতে ওয়ানডে ও টি-২০ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে জাহানারা-সালমারা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।