ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপরিবর্তিত দল নিয়েই ভারত যাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
অপরিবর্তিত দল নিয়েই ভারত যাচ্ছে ইংল্যান্ড ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে অপরিবর্তিত দল রেখেছে ইংল্যান্ড। ফলে বর্তমানের ১৬ সদস্যের দল নিয়েই ভারত যাচ্ছে অ্যালিস্টার কুকবাহিনী।

ভারতের পিচে সফল হতে উপমহাদেশের পিচ সম্পর্কে ধারণা এবং অভিজ্ঞতা থাকাটা জরুরী। তাই নতুন করে দলে কোনো ক্রিকেটার নিচ্ছে না তারা।

এদিকে ইংল্যান্ড তাদের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে ভারত সফরের শুরুর দিকে পাচ্ছে না। কাঁধের চোটের জন্য চলতি বাংলাদেশ সফরেও খেলতে পারেননি ইংল্যান্ডের সর্বাধিক টেস্ট উইকেটের (৪৭৩) মালিক ৩৪ বছর বয়সি অ্যান্ডারসন।

ইসিবি সূত্রের খবর, রাজকোটে ৯ নভেম্বর শুরু প্রথম টেস্টের সঙ্গে বিশাখাপত্তনমে ১৭ নভেম্বর শুরু দ্বিতীয় টেস্টেও খুব সম্ভবত অ্যান্ডারসনকে দেখা যাবে না। সব ঠিকঠাক থাকলে মোহালিতে ২৬ নভেম্বর শুরু তৃতীয় টেস্ট থেকে তিনি ইংল্যান্ড ড্রেসিংরুমে যোগ দেবেন দলের ১৭তম ক্রিকেটার হিসেবে। গোটা ভারত সফরে ইংল্যান্ডের পেসার থাকছেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, বেন স্টোকস, স্টিভন ফিন ও জ্যাক বল। স্পিনার চার জন, মঈন আলী, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি ও জাফর আনসারি।

সিরিজের শেষ দু’টো টেস্ট মুম্বইয়ে ৮ ডিসেম্বর ও চেন্নাইয়ে ১৬ ডিসেম্বর থেকে।

ইংল্যান্ডের দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), জ্যাক বল, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটকিপার), বেন ডাককেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।    

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।