ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদেশি ক্রিকেটারদের জন্য পাকিস্তান এখনও নিরাপদ না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বিদেশি ক্রিকেটারদের জন্য পাকিস্তান এখনও নিরাপদ না ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি দলগুলোকে সফরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

এ অবস্থায় উল্টো কথা শোয়েব আখতারের মুখে। দেশের বর্তমান ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিদেশি দলগুলোকে আমন্ত্রণ না জানানোর জন্য পিসিবিকে আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

প্রায় আট বছর ধরে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান। তবে, সাবেক পেসার শোয়েব আখতার চাইছেন না পাকিস্তানের মাটিতে বিদেশি দলগুলো এখনই খেলতে আসুক।

পাকিস্তানের কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট আর দুজন সেনাকর্মী নিহত হন, আহত হন ১৭০ জন। এমন অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট আর বিদেশি দলগুলোকে পাকিস্তানের মাটিতে কতটুকু নিরাপত্তা দেওয়া যাবে সেটি নিয়ে চিন্তিত শোয়েব আখতার।

জিও নিউজ চ্যানেলে সাবেক এই গতিদানব জানান, ‘বিদেশি ক্রিকেট দলের জন্য পাকিস্তান এখনও নিরাপদ না। আমি নিশ্চিত, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। তবে, সেজন্য আরও সময় দরকার। নিরাপত্তা ব্যবস্থার যা অবস্থা তাতে আমাদের অপেক্ষা করতেই হবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাকিস্তানে বিদেশি দলগুলোকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি আমাদের নেওয়া উচিৎ না। ’

এদিকে, দেশটির ক্রিকেটের জনপ্রিয় ঘরোয়া আসর পিএসএলের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচটি পাকিস্তানেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। তাতে, বিদেশি ক্রিকেটাররা কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করবেন তা নিয়েও শোয়েব আখতার সন্দিহান।

শোয়েব আরও যোগ করেন, ‘তাড়াহুড়ো করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা করা ঠিক হবে না। তাতে নিজেদেরই সর্বনাশ হতে পারে। যদি সফরকারী কোনো দলের ওপর আবার হামলা হয়? এজন্য পিসিবির কাছে আমি সুপারিশ করবো, দেশ যেহেতু আন্তর্জাতিক কোনো ইভেন্ট আয়োজনের মতো অবস্থায় নেই তাই, বোর্ড যেন বিদেশি দলগুলোকে আমন্ত্রণ না জানায়। ’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তার জের ধরে আন্তর্জাতিক ক্রিকেট দলগুলো পাকিস্তান সফরে যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় নির্বাসিত দেশটিতে এরমাঝে জিম্বাবুয়ে, কেনিয়া আর বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলতে যায়। তবে, দ্বিপাক্ষিক সিরিজগুলো নিজেদের মাটিতে আয়োজনে ব্যর্থ পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘরের মাঠ হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে আসছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।