ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘সুযোগ হাতছাড়া করবো না’-মুশফিকের প্রতিজ্ঞা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
‘সুযোগ হাতছাড়া করবো না’-মুশফিকের প্রতিজ্ঞা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট অল্পের জন্য হাতছাড়া করেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে জয়ের দারুণ আশা জাগিয়ে হেরেছে ২২ রানে।

সিরিজের দ্বিতীয় টেস্টে যদি জয়ের সুযোগ আসে, তাহলে আর হাতছাড়া হবে না বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশ দলের প্রথম লক্ষ্য অবশ্য থাকবে ব্যাট-বলের পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ম্যার্চপূব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘আমাদের মূল চ্যালেঞ্জ, দল হিসেবে যেন চার-পাঁচটা দিন ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি। তারপর যদি জয়ের মতো সুযোগ আসে, আমরা অবশ্যই এবার হাতছাড়া করবো না। আমাদের লক্ষ্য থাকবে, জয়ের মতো সুযোগ সৃষ্টি করা এবং সেটা কাজে লাগানো। ’

প্রথম টেস্টে হেরে যাওয়ায় আক্ষেপও ঝরেছে মুশফিকের কণ্ঠে, ‘আমরা যতোই ভালো খেলি না কেন, ম্যাচটা হেরেছি। সেই আক্ষেপ তো অবশ্যই আছে। সবার ভেতরে সেই জেদ আছে। সবাই জানে যদি আমরা এক শতাশংও এদিক-সেদিক করতে পারতাম, তাহলে ফল আমাদের পক্ষে আসতো। সেদিক থেকে আমরা সচেতন। জানি যে ইংল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও চেষ্টা করবো শেষ টেস্ট থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে নতুন করে শুরু করতে। ’

মিরপুরের উইকেট চট্টগ্রামের মতো না হলেও স্পিন সহায়ক হতে যাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। তাইতো মুশফিকের আশা, স্পিনাররা হোম অ্যাডভানটেজ কাজে লাগাবে। পাশাপাশি ব্যাটসম্যানরাও খেলবে দায়িত্ব নিয়ে। তাহলেই আসবে ইতিবাচক ফলাফল, ‘আমরাও ভালো খেলেছি, ওখান থেকে ইতিবাচক কিছু নিয়ে আমরা অবশ্যই নতুন করে শুরু করবো। এখানকার উইকেট ভিন্ন হবে। কেননা, এখানকার মাটি আলাদা। হোম অ্যাডভানটেজ যেন আমাদের স্পিনাররা নিতে পারে এবং ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারি। তাহলে ইতিবাচক একটা ফলাফল আসবে। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।