ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাতে বৃষ্টি হয়নি, শেষ টেস্টের জন্য প্রস্তুত মিরপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
রাতে বৃষ্টি হয়নি, শেষ টেস্টের জন্য প্রস্তুত মিরপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ধ্যায় হলেও রাতে বৃষ্টি না হওয়াটা একটা ভালো খবর। মাঠ শুকনো আছে! মাঠে বৃষ্টির পানি ঠেকাতে যে চাদর বিছানো হয়েছিল সেটিও সরিয়ে নেয়া হয়েছে।

সকালে বৃষ্টি না হলে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই ।

শুক্রবার বৃষ্টি হবে বলে যদিও পূর্বাভাস আছে, তারপরও বাংলাদেশ ও ইংল্যান্ড দু’দলই মাঠে নামতে প্রস্তুত।
 
বাংলাদেশ ও ইল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য মিরপুরে সকাল থেকেই মুখোমুখি হবে দুই দল। বলা যায়,  বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে দুই দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
 
চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স নিয়ে আত্মতুষ্টিতে না থেকে ঢাকা টেস্টে জয়ের লক্ষ্য টাইগারদের। ঢাকাতেও স্পিনিং ট্র্যাক চাইছে স্বাগতিকরা। অবশ্য উইকেট ও কন্ডিশনের দিকে মনোযোগ না দিয়ে নিজস্ব ব্র্যান্ডের সেরা ক্রিকেটই খেলতে চায় মুশফিকবাহিনি।
 
সন্ধ্যা রাতের বৃষ্টি শেষে মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে বিছানো চাদরে বেশ পানি জমেছে। রাত ৯ টার দিক থেকে বৃষ্টি ছিটাফোটাও  আর না থাকায় সরিয়ে নেয়া হয় ঘাসের উপর বিছানো পর্দা। এখন মাঠ শুকাচ্ছে। প্রস্তুত হচ্ছে সকালের জন্য।

মাঠের ভেতরে সার্বক্ষণিক বৃষ্টির পানি সরিয়ে দেয়ার জন্য ছোটাছুটি করছেন কয়েকজন মাঠকর্মী।
 
তবে আবহাওয়ার বার্তা অনুযায়ী শুক্রবার (২৮ অক্টোবর) তেমন জোর বৃষ্টি না হলেও বৃষ্টি বাগড়া দিতে পারে মাঝে মাঝে। ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’ দুর্বল হয়ে গিয়ে এ বৃষ্টি হচ্ছে ঢাকাসহ সারাদেশে।
 
বৃহস্পতিবার (২৭ অক্টোবর)দিনগত রাত ৩টার দিকে মিরপুর স্টেডিয়ামের আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও  বৃষ্টি হচ্ছে না। মাঠের বাইরে ভেজা রাস্তা ও কোথাও কোথাও জমে থাকা পানি সরছে।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসএ/আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।