ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোদের ঝলকানিতে শঙ্কা কেটেছে মিরপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
রোদের ঝলকানিতে শঙ্কা কেটেছে মিরপুরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: ঠিক সময়ে দ্বিতীয় টেস্টের খেলা শুরু হবে কিনা-এ নিয়ে ছিল অনিশ্চয়তা। গতকাল সকাল ও বিকেলের বৃষ্টির কারণে শঙ্কা জেগেছিল বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যক্যার দ্বিতীয় টেস্ট নিয়ে।

তবে টসের কিছুটা পর থেকে মিরপুরে কড়া রোদ ওঠায় সে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।  

সকাল সাড়ে ৯টায় টস শুরুর সময়ও সূর্যকে আড়াল করে রেখেছিল মেঘের রাশিমালা। তবে টস হওয়ার পরপরই মিরপুরের আকাশে হেসে ওঠে রোদ। কড়া রোদের মতোই উত্তাপ ছড়াচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচটিও।

চট্টগ্রাম টেস্টে দারুণ আশা জাগিয়ে ২২ রানে হেরে যাওয়ায় আক্ষেপ আছে বাংলাদেশ শিবিরে। সিরিজের দ্বিতীয় টেস্টে তাই সে আক্ষেপ ঘোঁচাতে চাইবে বাংলাদেশ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম আত্মবিশ্বাস নিয়েই বলেছেন, জয়ের সুযোগ এলে এবার আর হাতছাড়া নয়।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।