ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো হয়নি স্বাগতিকদের তৃতীয় দিনের সকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ভালো হয়নি স্বাগতিকদের তৃতীয় দিনের সকাল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েস ও সাকিব আল হাসান শুরুটা যেভাবে করেছিলেন তাতে মনে হচ্ছিলো বেশ বড় সংগ্রহের দিকেই যাচ্ছে বাংলাদেশের ইনিংস। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগেই স্বাগতিকরা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এলেন তাতে লক্ষ্যটা অনেটাই কঠিন হয়ে গেল।

 
 
রোববার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনে ইংলিশদের থেকে ১২৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশের হয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ের শুরু থেকেই বেশ নির্ভার খেলছিলেন সাকিব। সাথে সতীর্থ ইমরুলের ব্যাটিংও ছিল বেশ আশা জাগানিয়া। কিন্তু ব্যক্তিগত ৭৮ রানে মঈন আলীর এলবি’র শিকার হয়ে ইমরুল ফিরে গেলে ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পড়ে সাকিবের কাঁধে।
 
সেই দায়িত্ব পালনে ব্যাট হাতে বেশ ভালোই লড়ছিলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার। তবে তার আক্রমণাত্মক ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে কোনো সময়ই দুর্ঘটনা ঘটতে পারে। কেননা বার বারই সামনের বল ব্যাক ফুটে গিয়ে কাট করার প্রবনতা তার মধ্যে দেখা যাচ্ছিলো। সেজন্য অবশ্য দুইবার প্রায় পা হরকিয়েছিলেন।

ব্যক্তিগত ১৬ রানে জাফর আনসারির বলে তার স্ট্যাম্পিং মিস করেন উইকেটরক্ষক জনি বেয়ারস্টো, বেঁচে যান প্রথম দফায়। এরপর দ্বিতীয় দফায় ব্যক্তিগত ২৬ রানে জাফর আনসারির বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু তা হাতে তালুবন্দি করতে ব্যর্থ হন বেন ডাকেট।

সাকিব দু’বার জীবন পাওয়ার পর ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন ক্যারিয়ারের ২০তম টেস্ট অর্ধশতকের পথে, কিন্তু শেষ পর্যন্ত সেটা পারেননি। আদিল রশিদের দারুণ ডেলিভারিটি আবার ব্যাটফুটে গিয়ে কাট করতে চাইলে বোল্ড আউট হয়ে ফিরে যান ব্যক্তিগত ৪১ রানে। যেন উইকেটটি উপহার দিয়ে এলেন। অথচ এই সাকিবই দলকে এনে দিতে পারতেন বড় সংগ্রহ। একই সাথে নিজের ইনিংসটিকে বড় করারও অনন্য এক সুযোগ ছিল তার।

সাকিব যেমন পরেননি, তেমনি পারেননি অধিনায়ক মুশফিকও। ব্যক্তিগত ৯ রানে স্টোকসের বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে নিজের ৫০তম টেস্ট স্মরণীয় করে রাখতে পারলেন না মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের পরে ব্যক্তিগত ১৫ রানে আদিল রশিদের বলে ফেরেন সাব্বির।  

তৃতীয় দিনের প্রথম সেশনে ২৯.৩ ওভার খেলে চার উইকেট হারিয়ে ১১৬ রান যোগ করা বাংলাদেশের লিড এখন ২৪৪ রান, যা নেহায়াতই মন্দ নয়। কিন্তু লাঞ্চ বিরতির শেষ ওভারে সাব্বির রহমান সাজঘরে না ফিরলে সেশনটা এত অনুজ্জ্বল হতো না, আবার বাংলাদেশের ৩০০ রানের লিডের পথটিও আরও মসৃন হতো। সেই লক্ষ্যে এখন তাকিয়ে হচ্ছে টেলএন্ডার মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বির দিকে।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।