ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বন্ধুদের চোখে মেহেদি হাসান মিরাজ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বন্ধুদের চোখে মেহেদি হাসান মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছে মেহেদি হাসান মিরাজের হাত ধরে। মিরপুরে দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে বাংলাদেশকে গর্বের জয় উপহার দিয়েছেন ১৯ বছরের এই তরুণ।

দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরা।

ক্যারিয়ার শুরুতেই এমন পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। দেশি-বিদেশি গণমাধ্যমে মিরাজকে নিয়ে চলছে বন্দনা।  

ইতিহাস গড়া জয়ের পর টিম হোটেলে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বেশ আনন্দ করে কাটিয়েছেন মিরাজ। হৈ-হুল্লোড়ে মেতে ছিলেন দলের সবাই। ঘুমোতে গেছেন বেশ রাত করে। ঘুম থেকে উঠেই মিরাজের মনে পড়ে বন্ধুদের কথা। মুঠোফোনে ডাকলেন ছোটবেলার বন্ধুদের, ‘তোরা চলে আয়, একা একা লাগছে’। আবির, বাধন ও সোহান হোটেল রেডিসনে হাজির হয়ে গেলেন ঘণ্টাখানেকের মধ্যেই।

ছোটবেলার এ তিন বন্ধুই ঢাকায় এসেছিলেন মিরাজের খেলা দেখতে। এবার মিরাজের সাফল্য উদযাপন করতে ঢাকায় থাকবেন আরও কয়েকটা দিন।  

চার তরুণের শৈশব-কৈশোর কেটেছে খুলনার খালিশপুরে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজের গন্ডি পেরিয়েছেন এক সাথে। খেলেছেন একই ক্রিকেট একাডেমিতে।  

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে যখন দেখা মিললো চার বন্ধুর, তখন তাদের বেশ তাড়া।
মিরাজের খালার বাসা একাডেমি ভবন থেকে পায়ে হাটা পথের দূরত্বে। আপাতত গন্তব্য সেখানে। চলার পথে অল্প সময়ের আলাপে বোঝা গেল বন্ধুদের প্রাণজুড়ে কতটা রয়েছেন মিরাজ।  
 
মিরাজের বন্ধু বাধন বাংলানিউজকে জানালেন, ‘মিরাজ ক্রিকেটার হিসেবে যত ভালো, মানুষ হিসেবে তার চেয়ে অনেক ভালো। সেই ক্লাস ওয়ান থেকে এক সাথে আমরা। খেলা শেষ করে নিজেই ফোন দিয়ে বলবে, কেমন পারফর্ম করেছে। আমরাও উৎসাহ দিয়ে যাই। ক্রিকেট তার কাছে সব কিছু। ক্রিকেটের জন্য সে সব করতে পারে। তার যতটুকু সামর্থ্য আছে, ক্রিকেটের জন্য তার চেয়ে বেশি দিতে চায়। ক্রিকেটের ব্যাপারে সে খুব কমিটেড। ’

আরেক বন্ধু সোহান জানালেন, ‘মিরাজ ক্রিকেটার হওয়ার আগে যেমন ছিল, এখনও তেমন, কোনো পরিবর্তন নেই। মিরাজ ওই টাইপের না। বন্ধু মানে বন্ধু। ’

অভিষেকে আলো ছড়ানো মিরাজকে নিয়ে বন্ধু বাধন মনে করেন বাংলাদেশকে আরও অনেক কিছু দেয়ার সামর্থ্য আছে মিরাজের, ‘মিরাজকে বিশ্বসেরা অলরাউন্ডারের আসনে দেখতে চাই। সে সাকিব ভাইয়ের টাইপের ক্রিকেটার। আমরা জানি সে ব্যাটসম্যান হিসেবেও কত ভালো। তার দ্বারা এটা সম্ভব। জানি না সাকিব ভাইকে ছাড়িয়ে যেতে পারবে কিনা, তবে তার সমপর্যায়ের ক্রিকেটার হোক মিরাজ। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।