ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিআরইউ মিডিয়া কাপের ফলাফল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ডিআরইউ মিডিয়া কাপের ফলাফল

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজনে ‘সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০১৬’ এর দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়ে তৃতীয় রাউন্ডে (প্রি-কোয়ার্টার ফাইনাল) উঠেছে দ্য রিপোর্ট, আমাদের সময়, এনটিভি, বাংলাভিশন,  চ্যানেল আই, সকালের খবর, জিটিভি ও  এটিএন বাংলা।

বুধবার (২ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রথম খেলায় দ্য রিপোর্ট ৫ উইকেটে হারায় বৈশাখী টেলিভিশনকে, ম্যাচ সেরা হয়েছেন দ্য রিপোর্টের শিপন।

দ্বিতীয় ম্যাচে আমাদের সময় ৪ উইকেটে সমকালকে হারায়, ম্যাচ সেরা হয়েছেন মামুন (আমাদের সময়)।

তৃতীয় ম্যাচে এনটিভি ৩২ রানে যমুনা টিভিকে হারায়, ম্যাচ সেরা হয়েছেন রনি (এনটিভি)। চতুর্থ ম্যাচে বাংলাভিশন ৫৯ রানে মানবকন্ঠকে হারায়, ম্যাচ সেরা হয়েছেন জুবায়ের (বাংলাভিশন, অতিথি খেলোয়াড়)। পঞ্চম ম্যাচে চ্যানেল আই ৩ উইকেটে বিডি নিউজ ২৪ ডটকমকে হারায়, ম্যাচ সেরা হয়েছেন রাহুল (চ্যানেল আই)।

ষষ্ঠ ম্যাচে সকালের খবর ২ রানে কালের কন্ঠকে হারায়, ম্যাচ সেরা হয়েছেন রেজা করিম (সকালের খবর)। সপ্তম ম্যাচে জিটিভি ৩ উইকেটে হারায় মানবজমিনকে, ম্যাচ সেরা হয়েছেন সাইফুল (জিটিভি)। নয়াদিগন্ত ও এটিএন বাংলার মধ্যেকার দিনের শেষ ম্যাচটি টাই হয়। সুপার ওভারে জয়ী হয় এটিএন বাংলা। ম্যাচ সেরা হয়েছেন রাজিব (এটিএনবাংলা)। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেয়া হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সৌজন্যে।

ডিআরইউ ক্রিকেটের এবারের আসরের টাইটেল স্পন্সর সামিট গ্রুপ। কো-স্পন্সর হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, হারফি বাংলাদেশ ও শাহজালাল ইসলামী ব্যাংক। বেভারেজ পার্টনার পারটেক্স গ্রুপের আরসি জিরা পানি ও মাম। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ।

আগামীকাল (৩ নভেম্বর, বৃহস্পতিবার)  তৃতীয় রাউন্ডের (প্রি-কোয়ার্টার) ৮টি খেলা অনুষ্ঠিত হবে।

চ্যানেল ২৪ বনাম জিটিভি (সকাল ৮:৩০মি), ইনকিলাব বনাম এটিএন বাংলা (সকাল ৮:৩০মি), আরটিভি বনাম আমাদের সময় (সকাল ৯:৩০মি), এটিএন নিউজ বনাম দ্য রিপোর্ট (সকাল ৯:৩০মি), ইত্তেফাক বনাম বাংলাভিশন (সকাল ১০:৩০মি), জনকণ্ঠ বনাম চ্যানেল আই (সকাল ১০:৩০মি), আলোকিত বাংলাদেশ বনাম সকালের খবর (বেলা ১১:৩০মি), ডেইলি স্টার বনাম এনটিভি (বেলা) ১১:৩০মি)।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।