ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২২ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে পেল গাজী গ্রুপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
২২ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে পেল গাজী গ্রুপ ছবি- দিপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার লক্ষে গত আগস্টে ‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’ নামে কার্যক্রমের সূচনা করেছিল গাজী গ্রুপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তিন মাসের যাচাই-বাছাই শেষে দেশের ৮টি বিভাগের ২৫ হাজার তরুণ অংশগ্রহণকারীর ভেতর থেকে অবশেষে ২২ জনকে প্রতিভাবান ক্রিকেটারকে বাছাই করা হয়েছে।

এই ২২ তরুণ প্রতিভাবানের মধ্যেও প্রতিযোগিতার চার ক্যাটাগরিতে সেরা হিসেবে চূড়ান্ত হয়েছেন ৪ জন।

তারা হলেন, সেরা ব্যাটসম্যান হুমায়ুন, সেরা পেস বোলার রাজা, সেরা স্পিন বোলার জায়েদ ও সেরা উইকেটরক্ষক হাসিব।  
 
বুধবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘গ্র্যান্ড ফিনালে’অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ ক্রিকেটার্স হান্ট কার্যক্রমের।

এই ২২ জনের সবাই পাবেন আগামী ১ বছরের ‘গাজী গোলাম দস্তগীর ক্রিকেট স্কলারশিপ, ক্রিকেট কিট সেট, ৪ বছরের চুক্তি এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৪ বিজয়ী পাবেন ‍ুদেশের বাইরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন সিরিজ দেখার সুযোগ।
   
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশেষ অতিথি ছিলেন গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গাজী গোলাম মর্তুজা ও গাজী গোলাম আশরিয়াসহ কোম্পানির কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেটের পরিচালকরা।  
     
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি এগিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেটও। ক্রিকেটে এদেশের নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিতে গাজী গ্রুপের এই পদক্ষেপ ভীষণ সময়পোযোগী।

তিনি বলেন, ২৫ হাজার অংশগ্রহণকারীর ভেতর থেকে যে ২২ জনকে নেওয়া হয়েছে আশা করছি তারা ভবিষ্যতে আমাদের ক্রিকেটকে আরও এগিয়ে নেবে।
 
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এইচএল/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।