ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই মাস মাঠের বাইরে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
দুই মাস মাঠের বাইরে রোহিত শর্মা রোহিত শর্মা-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য দল ইতোমধ্যেই ঘোষণা হয়েছে । তবে ফিটনেস ভালো না হওয়ায় জায়গা হয়নি রোহিত শর্মার।

আর পুরো সিরিজেই তিনি যে আর খেলতে পারবেন না তাও নিশ্চিত হয়ে গিয়েছে। নিউজিল্যান্ড সিরিজের সময় চোট পেয়েছিলেন তিনি।

রোহিতকে ছিটকে যেতে হল পেশীর চোটের কারণে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হলে অস্ত্রোপচার করতে হবে তার । নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সকলেই টিভিতে দেখেছিলাম কী ভাবে চোট পেয়েছিল রোহিত। সেটা হালকা চোট ছিল না। অস্ত্রোপচারেরও সম্ভবনা রয়েছে। যদি প্রয়োজন হয় তা হলে অস্ত্রোপচার করা হবে। তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সুস্থ হওয়ার জন্য। ’

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া রোহিত থেকে এখনও পর্যন্ত ২১টি টেস্ট ম্যাচ খেলেছেন। দুটো সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিসহ  মোট ১১৮৪ রান করেছেন তিনি। তার পর কিছুটা সময় অফফর্ম কাটিয়ে আবার ফিরেছিলেন। চোটের জন্য সেই ফেরা বড় ধাক্কা খেল।

রাজকোটে আগামী ৯ নভেম্বর পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি শুরু হবে। টেস্ট শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।