ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিলস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
বিপিএলের টাইটেল স্পন্সর আবুল খায়ের স্টিলস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) চতুর্থ আসরের টাইটেল স্পন্সরের দায়িত্ব নিয়েছে আবুল খায়ের স্টিলস। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে স্পন্সর হিসেবে কোম্পানিটির নাম ঘোষিত হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ও ব্র্যান্ড পরিচালক নওশাদ করিম চৌধুরী।  

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আবুল খায়ের গ্রুপ অতীতেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল। অতীতের ধারাবাহিকতায় আবার বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ’

আর আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে নওশাদ করিম জানান, ‘কিছুটা বিরতির পর আবার ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। বিপিএল এমনই একটি টুর্নামেন্ট যার মাধ্যমে বিদেশি ক্রিকেটারদের সাথে আমাদের দেশের ক্রিকেটাররা মেলামেশার সুযোগ পায়। এতে করে তাদের ক্রিকেটীয় প্রতিভা আরও বিকশিত হয়। শুধু তাই নয়, দেশের ভবিষ্যত ক্রিকেটার বের করে আনার ক্ষেত্রেও বিপিএল সব সময়ই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ’

আর মাত্র এক দিনের ব্যবধানেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াচ্ছে বিপিএলের চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচে ২টা ৩০ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে মোকাবেলা করবে রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটানস।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।