ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান-ভারত-ইউরোপে দেখা যাবে বিপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
পাকিস্তান-ভারত-ইউরোপে দেখা যাবে বিপিএল

ঢাকা: মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর জমজমাট আসর। এবারের আসরটির ম্যাচগুলো সম্প্রচার করবে দেশ-বিদেশের বিভিন্ন চ্যানেল।

প্রথমবারের মতো ভারতীয় চ্যানেলে দেখা যাবে বিপিএলের সবগুলো ম্যাচ।

চতুর্থ আসরের বিপিএলের অফিশিয়াল ব্রডকাস্টার বাংলাদেশি ‘চ্যানেল নাইন’। এছাড়া, দেশের বাইরে থেকে এই আসরের ম্যাচগুলো দেখতে পাবে ভারত, পাকিস্তান, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটপ্রেমীরা।

ভারতের নিও স্পোর্টস, পাকিস্তানের জিও স্পোর্টস, কানাডা ও আমেরিকায় ইএসপিএন, ইংল্যান্ড ও এর আশেপাশের দেশগুলো প্রিমিয়ার, নিও প্রিমিয়ার এবং ওয়েস্ট ইন্ডিজে স্পোর্টস ম্যাক্স থেকে সরাসরি দেখা যাবে বিপিএলের ম্যাচ।

ব্রডকাস্টার চ্যানেল নাইন মাঠে তাদের ২৮টি ক্যামেরা ব্যবহার করবে। প্রথমবারের মতো পিচ ক্যামেরা আর আম্পায়ারদের ব্যবহৃত ক্যামেরাগুলোতে থাকবে আলট্রা মোশন প্রযুক্তি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারের বিপিএলের উইকেটে থাকা স্টাম্পে লাগানো থাকবে এলইডি বেলস।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।