ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের মাটিতে খেলা স্পেশাল ফিলিংস: সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
দেশের মাটিতে খেলা স্পেশাল ফিলিংস: সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মিরপুর থেকে: যে সব দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ হয়, প্রায় সবখানেই খেলেছেন সাকিব আল হাসান। তবে দেশের মাটিতে খেলার অনুভূতিই সেরা বলে জানালেন এ অলরাউন্ডার।


 
শুক্রবার (৪ নভেম্বর) থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। রংপুর রাইডার্সের এ অধিনায়ক এবার খেলবেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তার কাঁধেই উঠেছে অধিনায়কের দায়িত্ব। সাকিব ডেপুটি হিসেবে পেয়েছেন আরেক অলরাউন্ডার নাসির হোসেনকে।  

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডায়নামাইটসের তিন বড় নাম কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো যোগ দিয়েছেন অনুশীলনে। শনিবার রাতের ম্যাচে শক্তিশালী এ দলটির প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  

বিপিএলের নতুন আসর শুরু করার আগে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান শুক্রবার দুপুরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কথোপকথনটি সাক্ষাতকার আকারে পাঠকদের জন্য তুলে ধরা হলো:
 
প্রশ্ন: নতুন টিম, নিশ্চয়ই নতুন চ্যালেঞ্জ?

সাকিব: আশা করি বিপিএলটা ভালো হবে। ব্যক্তিগত দিক থেকে টিমের দিক থেকেও। আমার কাছে মনে হয় আমাদের ভালো একটা টিম আছে। মাঠে কেমন পারফর্ম করি সেটা গুরুত্বপূর্ন। শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে যদি ভালো করতে পারি, মোমেন্টামটা ধরে রাখতে পারি আশা করি ভালো হবে।
 
প্রশ্ন: প্রথম ম্যাচে প্রতিপক্ষ কুমিল্লা। কোনো পরিকল্পনা?

সাকিব: এখনও প্রতিপক্ষ নিয়ে আসলে ওভাবে পরিকল্পনা করিনি। অবশ্যই একটা টিম প্ল্যান থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা কতোটা ভালো ক্রিকেট খেলতে পারি। বেশ কিছু ভালো প্লেয়ার আছে। আমরা যদি টিম হিসেবে খেলতে পারি ভালো রেজাল্ট করা সম্ভব।
 
প্রশ্ন: আপনার টিমের ফরেন (বিদেশি) প্লেয়ার কালেকশন খুবই ভালো। একাদশ নির্বাচন মধুর কোনো সমস্যা?

সাকিব: একটু সমস্যা তো হয়ই। কোটা অনুযায়ী ৪ জন ফরেন প্লেয়ার খেলতে পারবে। স্বাভাবিকভাবেই আমার টিমে ৬-৭ জন ওভারসিস প্লেয়ার আছে। সবাইকে তো খেলাতে পারবো না। এটা টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক-কোচ সবাই মিলে সিদ্ধান্ত নেব। কোনটা দলের জন্য ভালো। যেহেতু সবাই প্রফেশনাল প্লেয়ার স্পোর্টিংলি নেবে।
 
প্রশ্ন: বিভিন্ন দেশেই তো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। বিপিএল আসলে কতোটা উপভোগ করেন?

সাকিব: দেশের মাটিতে খেলা স্পেশাল ফিলিংস। এটা উপভোগ না করার কোনো কারণ নাই। আমি খুবই উপভোগ করি। আর প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ আসে। সেটাতে আমার অনেক অভিজ্ঞতা হয়। কাজে লাগে জাতীয় দলে ভালো করার জন্য।

প্রশ্ন: এবারের আসরে নিজের কোনো লক্ষ্য?

সাকিব: লক্ষ্য তো, সবাই চায় চ্যাম্পিয়ন হতে। আমরা ডে বাই ডে যেন ইমপ্রুভ করতে পারি। টিম হিসেবে ভালো পারফর্ম করতে পারি। দর্শকরা  যেন ব্র্যান্ড অব ক্রিকেট হিসেবে দেখে মজা পায়।

প্রশ্ন: প্রতিবারই  পেমেন্ট নিয়ে ঝামেলা হয়। কোনো না কোনো দল পুরো পেমেন্ট প্লেয়ারদের পরিশোধ করে না। সিনিয়র ক্রিকেটার হিসেবে এ ব্যাপারে কী বলবেন?

সাকিব: ঝামেলা যদি না হয় তাহলে তো খুবই ভালো। আশা থাকবে এই ঝামেলাগুলো যেন এ বছর অন্তত না হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।