ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের দ্বিতীয় ম্যাচও বৃষ্টিতে পণ্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বিপিএলের দ্বিতীয় ম্যাচও বৃষ্টিতে পণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচকে ঘিরেও জাগে শঙ্কা। সে শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো।

দিনের দ্বিতীয় ম্যাচটিও কেড়ে নিল বেরসিক বৃষ্টি।

শুক্রবার (০৪ নভেম্বর) দুপুর থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে পড়তে শুরু করা গুঁড়িগুঁড়ি বৃষ্টিই শেষ পর্যন্ত কাল হলো। বৃষ্টি থামেনি এক মুহ‍ূর্তের জন্যও। আর তাতে কুমিল্লা-রাজশাহীর মতো পয়েন্ট ভাগাভাগি করলো রংপুর-খুলনা। রাত ৯টা ২৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিলের ঘোষণা দেন ম্যাচ রেফারি।

সন্ধ্যার পর মাঠকর্মীরা পিচ কাভার তোলার চেষ্টা চালালে ম্যাচকে ঘিরে আশা জাগে। কিন্তু মিনিট পার না হতেই মাঠকর্মীরা আবার কাভারে মুড়িয়ে দেন পুরো মাঠ। ‍ তখনই আসলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়!

শনিবারও (০৫ নভেম্বর) রয়েছে বিপিএলের দুটি ম্যাচ। দুপুর দুইটায় মুশফিকুর রহিমের বরিশাল বুলস খেলবে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। সন্ধ্যা সাতটায় মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসকে/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।