ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছয় মাস মাঠের বাইরে স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ছয় মাস মাঠের বাইরে স্টেইন ডেল স্টেইন-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইনের ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কাই এলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পার্থ টেস্টে ইনজুরিতে পড়ে সিরিজ শেষ হয়ে যায় ডানহাতি তারকা এ বোলারের।

আর বর্তমান খবর আগামী ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

এই সিরিজেই দুর্দান্ত এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন স্টেইন। আর মাত্র পাঁচটি উইকেট পেলেই কিংবদন্তি শন পোলককে হটিয়ে প্রোটিয়াদের হয়ে টেস্টে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি হতেন তিনি। বর্তমানে ৮৫ টেস্টে ৪১৭টি উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন স্টেইন। আর ১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত খেলা পোলক ১০৮টি টেস্টে সর্বোচ্চ ৪২১টি উইকেট নিয়েছিলেন।

স্টেইনকে যে আগামী ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে, এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন দলের চিকিৎসক মোহাম্মদ মোসাজি।

অজিদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাসপাতালে যেতে হয় স্টেইনকে। কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। ফলে, অজিদের বিপক্ষে পুরো সিরিজে মাঠে না নামা নিশ্চিত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে কাঁধে চোট পান প্রোটিয়া এই পেসার। এরপর আর বল করতে পারেননি তিনি। ফিজিওর সঙ্গে মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরলে স্টেইনকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়।

মোসাজি জানান, স্টেইনের এমআরআই করানো হয়েছে। রিপোর্ট খুব একটা ভালো নয়। তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হচ্ছে। সেখানে একজন কাঁধ বিশেষজ্ঞকে দেখানোর পর তার পরামর্শ অনুযায়ী আমরা অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেব।

দ্বিতীয় দিন সকালে মাঠে নেমে স্টেইন ফেরান ৯৭ রান করা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ব্যক্তিগত ১৩তম ওভারের চতুর্থ বলটি করার পর ডান কাঁধ চেপে ধরে বসে পড়েন স্টেইন। দলের ফিজিও ব্রেন্ডন জ্যাকসনের সিদ্ধান্তে তিনি মাঠ থেকে বের হয়ে যান।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।