ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার আশায় মুমিনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
বিপিএল দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার আশায় মুমিনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: ওয়ানডে, টি-টোয়েন্টির চেয়ে মুমিনুল হক বাংলাদেশের ক্রিকেটে টেস্ট প্লেয়ার হিসেবেই বেশি পরিচিত। অভিষেকের পর ওয়ানডে ফরমেটে ২৬টি ম্যাচ খেললেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৬টি।

তবে প্রিয় ফরমেট টেস্টে খেলে ফেলেছেন টি-টোয়েন্টির চেয়েও ১৩টি ম্যাচ বেশি অর্থাৎ ১৯ টি। মুমিনুলের সব শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ২০১৪ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।  

তবে ক্যারিয়ারে এত কম সংখ্যক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেও এই টাইগার ব্যাটসম্যান নিয়মিতই খেলছেন বিপিএল। প্রথম আসরে বরিশাল বার্নাস, দ্বিতীয়টিতে সিলেট রয়্যালস, গেল আসরে সিলেট সুপারস্টারসের হয়ে খেলা এই টাইগার ব্যাটসম্যান এবারের আসরে খেলছেন রাজশাহী কিংসের হয়ে।

মুমিনুলের গায়ে টেস্ট প্লেয়ারের তকমা, তাতে কী? বিপিএল খেলে চাইছেন টি-টোয়েন্টিতেও সেরা হতে, চাইছেন টাইগার দলের টি-টোয়েন্টি স্বোয়াডেও নিয়মত একজন হয়ে উঠতে।

‘সবাই জানে আমি টেস্ট প্লেয়ার। আমি টেস্ট প্লেয়ার হলেও টি-টোয়েন্টি ফরমেটের ধরন অনুযায়ী খেলার চেষ্টা করবো, আমি আমার সামর্থের সেরাটি দিয়েই খেলার চেষ্টা করবো। আমি মনে করি আমার সেই সামর্থ্য আছে। হয়তো আমি ওয়ানডে, টি-টোয়েন্টি কম খেলি, কিন্তু যদি আমি বিপিএলে পারফর্ম করি তাহলে নির্বাচকরা আমাকে দলে নিতে বাধ্য হবে। সবার উপরে পারফরমেন্স। ’ জানান মুমিনুল।
 
শনিবার (৫ নভেম্বর) মিরপুরে রাজশাহী কিংসের অনুশীলন শেষে এ কথা বলেন তিনি।  

এদিকে বিপিএলের এবারের আসরের প্রথম দিন থেকেই বৃষ্টির দৌরাত্ব চোখে পড়ছে। বৃষ্টি হানায় প্রথম দিনের দুটি ম্যাচই পণ্ড হয়েছে। ফলে টুর্নামেন্টের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মুমিনুলদের। তবে বৃষ্টি হানায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার বিষয়টিকে সম্পূর্ণই প্রকৃতির হাতে ছেড়ে দিলেন মুমিনুল। বৃষ্টি হলেও নিয়মিত অনুশীলন ও দলীয় ডিসিপ্লিনের ব্যাপারে তাকে বেশ সতর্ক মনে হলো।

‘প্রতিদিন আপনার রুটিনে রাখতে হবে যে ম্যাচ হবে। শেষ পর্যন্ত হবে কী না সেটা আল্লাহই ভালো জানেন, এটা আমাদের হাতে নেই। আমরা আমাদের কাজ করবো যেমন নিয়মিত অনুশীলন, টিম মিটিংসহ দলের অন্যান্য আনুসঙ্গিক বিষয় সমূহও। ’ যোগ করেন মুমিনুল।
 
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ৫ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।