ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিং শুরু করেছেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
বোলিং শুরু করেছেন মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মোস্তাফিজুর রহমান বল হাতে নিয়েছেন। রোববার (০৬ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠের নেটে ৫০ শতাংশ ইনটেনসিটিতে চার ওভার বোলিং করেছেন এ বাঁহাতি পেসার।

 

ধীরে ধীরে মোস্তাফিজ আগের ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিজিও বায়েজিদুল ইসলাম খান।  

কোর্টনি ওয়ালশ জানান, ‘প্রতিদিনই মোস্তাফিজের উন্নতি হচ্ছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। পুরোপুরি ফিট হলেই আমরা তাকে খেলানোর চিন্তা করবো। নিউজিল্যান্ড সফরের আগেই সে ফিট হয়ে যাবে বলে আশাবাদী। ’ 

বায়েজিদুল ইসলাম খান জানান, ‘মোস্তাফিজ অল্প গতিতে এখন বল করছে। ধীরে ধীরে আগের গতি ফিরে পাবে। আগে যদি ১৪০ কি:মি: বেগে বল করে থাকে এখন করছে ৭০ কি:মি: বেগে। সময়ের সঙ্গে গতি বাড়বে। তিন সপ্তাহ পার হলে আমরা তাকে পর্যবেক্ষণ করবো। সে হিসেবে আগামী ২২ তারিখ বিস্তারিত জানাতে পারবো। ’ 

গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এরপর ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পের দলে রাখা হয়েছে তাকে।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজেই হয়তো আবার বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়াবেন মোস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৬ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।