ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল খেলতে না পেরে খারাপ লাগছে: আশরাফুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বিপিএল খেলতে না পেরে খারাপ লাগছে: আশরাফুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল ১৩ আগষ্ট আবারো ক্রিকেটে ফেরেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তার এই ফেরা আপাতত ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে। আন্তর্জাতিক অঙ্গন কিংবা বিপিএলে ফিরতে তাকে অপেক্ষা করতে হবে আরও দুই বছর।

ঢাকা: বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে গেল ১৩ আগষ্ট আবারো ক্রিকেটে ফেরেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে তার এই ফেরা আপাতত ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে।

আন্তর্জাতিক অঙ্গন কিংবা বিপিএলে ফিরতে তাকে অপেক্ষা করতে হবে আরও দুই বছর। ইতোমধ্যেই জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে ঘরোয়া ক্রিকেটে ঢাকা মেট্রোপলিসের হয়ে খেলা শুরু করেছেন আশরাফুল।

গত ৮ নভেম্বর মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএল। যেখানে খেলতে পারছেন না বিপিএলে দ্বিতীয় শতক হাঁকানো সাবেক এই  ঢাকা গ্ল্যাডিয়েটর্স (বর্তমান ঢাকা ডায়নামাইটস) ব্যাটসম্যান।

তাই নিজের কাছে খারাপ লাগছে বলে জানালেন ‍আশরাফুল, ‘বিপিএল খেলতে পারলে ভালো লাগতো। যেহেতু এটা আমাদের ঘরোয়া ক্রিকেটের বড় একটি আসর তাই এর গুরুত্ব অনেক। আর খেলার মানটিও আন্তর্জাতিক মানের তাই এখানে ফোকাস বেশি থাকে। এখানে ভালো খেললে জাতীয় দলে খেলাটা সহজ হয়। যেহেতু খেলতে পারছি না তাই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। কারণ এটাই জীবন। ’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিপিএলে খেলতে না পেরে এভাবেই তিনি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৩২ বছর বয়সী আশরাফুল।

বিপিএলে আশরাফুল খেলছেন না ঠিকই কিন্তু সব খোঁজখবর রাখছেন নিয়মিত। এবারের আসরের শুরু থেকেই কোন দল ভালো খেলছে, কোন দলের প্লেয়াররা ভালো, কোন দল দেশি-বিদেশি প্লেয়ারের সমন্বয়ে বেশি ভারসাম্যপূর্ণ কিংবা কোন দলই বা এবারের আসরের শিরোপা প্রত্যাশী।  

মোহাম্মদ আশরাফুলের কাছে এবারের আসরের ফেভারিট সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস, ‘ঢাকা খুবই ভালো দল। তবে বিপিএলের ম্যাচগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে প্রতিটি দলই বেশ ভারসাম্যপূর্ণ। কিন্তু ঢাকা সবচেয়ে বেশি। কারণ, দলটিতে দেশি ও বিদেশি যেসব প্লেয়ার আছে সবাই অলরাউন্ডার। সাকিব তো আছেই। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।