ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ে ফিরে তৃপ্ত হতে চাইছেন মুশফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জয়ে ফিরে তৃপ্ত হতে চাইছেন মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি টাইগারদের টেস্ট ও বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিমের। নিজেদের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে থাকতে হয়েছে অতৃপ্ত।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি টাইগারদের টেস্ট ও বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিমের। নিজেদের প্রথম ম্যাচেই সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে থাকতে হয়েছে অতৃপ্ত।

তবে হারের বৃত্তে আটকে থাকতে চাইছেন না বরিশাল দলপতি। চাইছেন ১১ নভেম্বর মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ দিয়েই জয়ে ফিরে তৃপ্ত হতে।

‘দল হেরে গেছে, এরচেয়ে বড় অতৃপ্তি আর থাকতে পারেনা। তবে প্রস্তুতি সবসময়ই ভালো। অনেক সময় হয়তো সেভাবে ফলাফলটা আসেনা। কিন্তু প্রস্তুতির পদ্ধতিটা সবসময়ই এক থাকে। আমরা দুই দিন অনুশীলন করেছি। আশা করছি পরবর্তী ম্যাচে আমাদের দল জয় ছিনিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। ’ বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে এভাবেই বিপিএলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন মুশফিক।

এদিকে গেল ৮ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে ঢাকার কাছে বরিশাল হেরেছে ঠিকই, কিন্তু মুশফিকের খেলাটি ছিল চোখে লেগে থাকার মতো। ব্যাটিংয়ে ৩৬ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন ম্যাচের শেষ বলটি পর্যন্ত। টি-টোয়েন্টি ফরমেটে বহুদিনই রানে ছিলেন না মুশফিক। গেল এশিয়া কাপ ও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গর্জে উঠতে দেখা যায়নি এই মিডলঅর্ডার ব্যাটসম্যানকে। তাই ঢাকার বিপক্ষে পাওয়া এই অর্ধশতকটি তাকে প্রেরণা যোগাচ্ছে আগামী ম্যাচগুলোতেও ভালো কিছু করার।

‘নিজে রান পেলে তো অবশ্যই সবারই ভালো লাগে। টিম জিতলে আরও বেশি ভালো লাগতো। আর হ্যাঁ, চেষ্টা করছিলাম টি-২০ ফরমেটে যেন আবার নিজেকে ফিরে পাই। আল্লাহর রহমতে প্রথম ম্যাচটা আমার ভালো হয়েছে। চেষ্টা করবো কালও ভালো খেলতে। যদি টিমও জিতে যায়, তাহলে সেটা আরও ভালো হবে। চেষ্টা করবো যেন নিজের অবদানটা ধরে রাখতে পারি। ’ যোগ করেন মুশফিক।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় দিনের প্রথম ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসকে মোকাবেলা করবে মুশফিকের বরিশাল বুলস।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।