ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের কাছে লড়াইয়ের পুঁজি চান মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ব্যাটসম্যানদের কাছে লড়াইয়ের পুঁজি চান মাশরাফি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে প্রথম দুটি ম্যাচেই হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের দেয়া ১৬২ রানের টার্গেটে নেমে ১৩২ রানে থামে তাদের ইনিংস। 

মিরপুর থেকে: গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে প্রথম দুটি ম্যাচেই হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের দেয়া ১৬২ রানের টার্গেটে নেমে ১৩২ রানে থামে তাদের ইনিংস।

 

মিরপুরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে টার্গেট দেয় মাত্র ১৩০ রানের। যা মুশফিকুর রহিম ও থিসারা পেরেরার ব্যাটে সহজেই টপকে যায় বরিশাল।

পর পর দুই ম্যাচে হারের পর ব্যাটসম্যানদের নিয়ে হতাশা ঝরলো কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে।

ম্যাচ পরবতী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দুইটা ম্যাচেই আমরা ১৩০ এর বেশি করতে পারিনি। টি-টোয়েন্টি খেলায় এতো অল্প রান নিয়ে লড়াই কঠিন। উইকেট একটু মন্থর; তার মানে এই না যে আমরা ১৩০ করবো। ১৫০ করার মতো আমাদের ব্যাটিং অর্ডার আছে। ’

শেষ দিকে সোহেল তানভীরের ব্যাট জ্বলে না উঠলে ১২৯ রান আসতো না কুমিল্লার। ‘আমাদের ইনফর্ম দেশি-বিদেশি প্লেয়ার আছে। যাদের কাছ থেকে আশা করছি না তারা রান করছে। যেমন সোহেল তানভীর। আর যদি লড়াইয়ের পুঁজি না পাওয়া যায় তবে ম্যাচ বের করা কঠিন হয়ে যায়। ’-যোগ করেন মাশরাফি।
   
দুটি ম্যাচ হেরে ব্যাকফুটে থাকলেও মাশরাফি মনে করেন এখনও ফিরে আসা সম্ভব, ‘প্রফেশনাল কিছু করতে হবে। আমরা একটু পিছিয়ে থাকলেও এতটা পিছিয়ে যাইনি যে টুর্নামেন্টে ফিরে আসার সুযোগ নেই। এখনও ১০টা ম্যাচ আছে। মোমেন্টামটা আমাদের খুব প্রয়োজন। ’

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।