ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বাস ও পরিশ্রমেই টি-টোয়েন্টির মুমিনুল

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বিশ্বাস ও পরিশ্রমেই টি-টোয়েন্টির মুমিনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিশ্বাস এবং পরিশ্রম দুটোর সংমিশ্রণে একজন ক্রিকেটার যে তার খোলস ভেঙে বেরিয়ে আসতে পারেন তার সবচেয়ে বড় উদাহরণ এ মুহূর্তে তিনি। মুমিনুল হক মানেই সাদা পোশাকের ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে গত কয়েক বছরে নিজেকে মানিয়ে নিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

ঢাকা: বিশ্বাস এবং পরিশ্রম দুটোর সংমিশ্রণে একজন ক্রিকেটার যে তার খোলস ভেঙে বেরিয়ে আসতে পারেন তার সবচেয়ে বড় উদাহরণ এ মুহূর্তে তিনি। মুমিনুল হক মানেই সাদা পোশাকের ক্রিকেটার।

টেস্ট ক্রিকেটে গত কয়েক বছরে নিজেকে মানিয়ে নিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।  

টেস্ট ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া মুমিনুল হক যে টি-টোয়েন্টি খেলতে পারেন তা দেখিয়েছেন বিপিএলের প্রথম ম্যাচেই। খুলনা টাইটানসের বিপক্ষে ৫৭ বলে ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রাজশাহী কিংসের এ ওপেনার। এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমে এমন সলিড ব্যাটিং যেন অদৃশ্য শক্তি হয়ে দাবি জানাচ্ছে, সব ফরম্যাটেই উপযুক্ত হয়ে উঠেছে মুমিনুলের ব্যাট।  

অফ স্টাম্পের বাইরের বলে দুর্বল বলে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে রাখা হয় মুমিনুলকে।  অথচ বিপিএলের প্রথম ম্যাচে অফস্টাম্পের বাইরের বলেই বেশি আক্রমণাত্মক ছিলেন মুমিনুল।

টি-২০ ও ওয়ানডে দুই সংস্করণেই মুমিনুল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুটি বিশ্বকাপে। শেষ ওয়ানডে খেলেছেন গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। টি-টোয়েন্টি খেলেছেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

ঢাকা প্রিমিয়ার লিগে ১০০ এর কাছাকাছি গড়ে রান করে জবাবটা দিয়েছেন। এবার টি-টোয়েন্টিতে জবাবটা দিচ্ছেন এ ব্যাটসম্যান, প্রমান করছেন নিজেকে।  তবে ‍মুমিনুল আসলে এভাবে ভাবতে চান না।  

শনিবার (১২ নভেম্বর) বাংলানিউজকে দেয়া সাক্ষাতকারে মুমিনুল বলেন, ‘নিজেকে প্রমাণ করার ইচ্ছা নেই যে আমি ওয়ানডে খেলতে পারি টি-টোয়েন্টি খেলতে পারি। আমি যেভাবে ব্যাটিং করছি ওভাবেই ব্যাটিং করার চেষ্টা করছি। প্রমাণ করার কিছু নেই। টি-টোয়েন্টি খুব বেশি খেলা হয় না। বিপিএলে হয়তো নতুন কিছু শিখতে পারবো্। এজন্য মানিয়ে নিতে হয়। এটাই; আর কিছু না। ’
 
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ভালো করার জন্য কঠোর অনুশীলন করতে হয়েছে মুমিনুলকে। শিখতে হয়েছে নতুন কিছু জিনিস। কোচদের কাছ থেকে নিতে হয়েছে পরামর্শ। কঠোর পরিশ্রমের সঙ্গে মুমিনুল এগিয়ে রাখছেন মনের ভেতরের বিশ্বাসকে। মুমিনুল বিশ্বাস করতে শিখেছেন, ‘টেকনিক্যালি কিছু জিনিস অ্যাডজাস্ট করেছি। প্র্যাকটিস আর কোচদের সাথে আলাপ করে কিছু কাজ এছাড়া তেমন কিছু না। আমাকে সবাই টেস্ট প্লেয়ার বলে। কিন্তু নিজের কাছে বিশ্বাস থাকতে হবে আমি টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবো। পারবো। ’ 

‘বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হয়তো ছিল ভেতরে। যে কারণে প্রথম ম্যাচ ভালো খেলেছি। সামনে আরও অনেক ম্যাচ আছে। যদি পুরো টুর্নামেন্টে ভালো করতে পারি...। এখন বিপিএল খেলবো। জাতীয় দলে আমি টি-টোয়েন্টি, ওয়ানডে খেলবো কিনা-এটা নিয়ে চিন্তা করছি না। ওটা আমার হাতে নেই। ’-হাসতে হাসতে বলেন মুমিনুল।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।