ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজই চট্টগ্রাম যাচ্ছে রংপুর, খুলনা ও রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
আজই চট্টগ্রাম যাচ্ছে রংপুর, খুলনা ও রাজশাহী রংপুর/খুলনা/রাজশাহী দল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে সাত দলের মধ্যে তিন দলের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে গতকাল। এবার দ্বিতীয় পর্বের জন্য চট্টগ্রামে যাত্রা করছে দলগুলো। বিকাল ৩টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে রংপুর রাইডার্স।

ঢাকা: বিপিএলে সাত দলের মধ্যে তিন দলের ঢাকা পর্বের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে গতকাল। এবার দ্বিতীয় পর্বের জন্য চট্টগ্রামে যাত্রা করছে দলগুলো।

বিকাল ৩টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে রংপুর রাইডার্স।

বিকাল ৪টায় রওয়ানা দেবে খুলনা টাইটানস। একই সময়ে রাজশাহী কিংসের রওয়ানা হওয়ার কথা। দলগুলোর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা পর্ব শেষ করা এ তিনটি দলের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। চার ম্যাচে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। রংপুর জিতেছে তিন ম্যাচের দুটিতে। সমান ম্যাচে রাজশাহী পেয়েছে একটি মাত্র জয়।  

ঢাকা পর্বের প্রথম ধাপের শেষ দিন আজ। দুপুর ২টায় মুশফিকুর রহিমের বরিশাল বুলসের মুখোমুখি তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। সন্ধ্যা ৭টার ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আজ ম্যাচ শেষ করে আগামীকাল চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে এ চারটি দলও।

চট্টগ্রাম পর্বের খেলা শুরু হবে ১৭ নভেম্বর থেকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে লড়বে ঢাকা-চিটাগাং। রাতের ম্যাচ খেলবে রংপুর-বরিশাল। ২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিনই মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। ২৫ নভেম্বর ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের শেষ পর্ব।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।