ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কোরটা ১৪০ হলে ভিন্ন কিছু হতো: মাহমুদুল্লাহ

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
স্কোরটা ১৪০ হলে ভিন্ন কিছু হতো: মাহমুদুল্লাহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলতি বিপিএল এ পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতে জয়ের দেখা পেয়েছে খুলনা টাইটানস। যে দুটি ম্যাচ হেরেছে তার দু’টিই রংপুর রাইডার্সের বিপক্ষে।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: চলতি বিপিএল এ পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতে জয়ের দেখা পেয়েছে খুলনা টাইটানস। যে দুটি ম্যাচ হেরেছে তার দু’টিই রংপুর রাইডার্সের বিপক্ষে।

মঙ্গলবার ম্যাচ হারার পর খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সংবাদ মাধ্যমকে সোজাসুজি বলে দিলেন, ‘এটি ১৬০ রান তোলার উইকেট ছিল। কিন্তু হয়নি। ’

মাহমুদুল্লাহ আরও বলেন, ‘আমাদের টপঅর্ডার ভালো করতে পারছে না। কয়েকটি পরিবর্তন আনার পরেও ভালো হচ্ছে না। যদি টপঅর্ডারে ভালো একটা ফ্লোর পাওয়া যেত তাহলে পরবর্তীতে মিডল অর্ডার দারুণভাবে খেলে দিতে পারতো। ’

রংপুর রাইডার্সের কাছে টানা হারার কারণ জানতে চাইলে মাহমুদুল্লাহ জানান, ‘নিশ্চিতভাবেই তারা খুব ভালো বোলিং করেছে। কোন স্পিনারকে কিভাবে খেলতে হবে তা আমরা প্রয়োগ করতে পারিনি। পাশাপাশি প্ল্যান অনুযায়ী খেলতে পারিনি। ’

১২৬ রানের টার্গেট দিয়েও রংপুরকে অলআউট করার চেষ্টা ছিল জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল রংপুরকে অলআউট করবো। এই জিনিসটি মাথায় ছিল। তবে স্কোরটা ১৪০ হলে ভিন্ন কিছু হতে পারতো। বোলাররা তাদের প্ল্যান অনুযায়ী বোলিং করতে পারতো। কিন্তু স্কোরটা কম হয়ে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। ’

দলে কি হার্ডহিটারের অভাববোধ করছেন, এমন প্রশ্নে মাহমুদুল্লাহ জানান, ‘না, আমার দলে খুব ভালো কয়েকজন হার্ডহিটার আছে। আন্দ্রে ফ্লেচার খুব ভালো হিটার। ওয়েসেলস খুব ভালো। কিন্তু পরিকল্পনা মতো মারতে গিয়ে তারা আউট হয়ে যাচ্ছে। ’

এই ম্যাচ হারার আগ পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ছিল খুলনা টাইটানস। কিন্তু রংপুরকে এবার সেই জায়গা ছেড়ে দিতে হয়েছে খুলনাকে।

এ নিয়ে অবশ্য আফসোস নেই মাহমুদুল্লাহর। তিনি জানান, ‘পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলছি। আমাদের বোলিংটা খুবই ভালো হচ্ছে। ব্যাটিংটা আরেকটু ভালো হতে হবে। এখনও আমাদের পাঁচটা ম্যাচ বাকি আছে। এই পাঁচটা ম্যাচের মধ্যে ২-৩টা জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।