ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডে-নাইট টেস্টে প্লেসিসময় প্রথম দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ডে-নাইট টেস্টে প্লেসিসময় প্রথম দিন ছবি: সংগৃহীত

বল টেম্পারিংয়ের অভিযোগে ম্যাচ ফি’র শতভাগ জরিমানার জবাবটা মাঠেই দিলেন ফাফ ডু প্লেসিস! অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে বিনা উইকেটে ‍১৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

ঢাকা: বল টেম্পারিংয়ের অভিযোগে ম্যাচ ফি’র শতভাগ জরিমানার জবাবটা মাঠেই দিলেন ফাফ ডু প্লেসিস! অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে বিনা উইকেটে ‍১৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

এক প্রান্ত আগলে রাখলেও ডু প্লেসিসকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। ৯ উইকেটে ২৫৯ রানেই ইনিংস ঘোষণা করে টস জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা। যেখানে তাদের অধিনায়কের ব্যাট থেকেই আসে ১১৮। তাবরিজ শামসিকে (১৮ অপ.) নিয়ে দশম উইকেটে অবিচ্ছিন্ন ৩৯ রানের পার্টনারশিপ গড়েন ডু প্লেসিস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার স্টিফেন কুক। কুইন্টন ডি কক ২৪ রান করে আউট হন।

জস হ্যাজেলউড একাই চারটি উইকেট দখল করেন। দু’টি করে নেন মিচেল স্টার্ক ও জ্যাকসন বার্ড। বাকি উইকেটটি পান স্পিনার নাথান লিওন।

ইনিংস ঘোষণা করলেও অজিদের কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি ফিল্যান্ডার-অ্যাবট-রাবাদারা। ১২ ওভারে ১৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেন দুই ওপেনার উসমান খাজা ও অভিষিক্ত ম্যাট রেনশ। খাজা ৩৯ বলে ৩ ও রেনশ ৩৪ বলে ৮ রান করেন।

তিন ম্যাচের সিরিজ হাতছাড়া হওয়ায় মান বাঁচাতে দিবারাত্রির টেস্টে জয় ভিন্ন কিছুই ভাবছে না স্বাগতিকরা। তাইতো বেশ কয়েকটি পরিবর্তন এনেছে তারা। অজি টিমে ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব ও নিক ম্যাডিনসনের টেস্ট অভিষেক হয়েছে। প্রোটিয়া দলে সাদা পোশাকে নাম লিখিয়েছেন তিনটি ওয়ানডে খেলা শামসি।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্টের সাক্ষী হয় ক্রিকেট বিশ্ব। ঐতিহাসিক ম্যাচটিতে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজটি ২-০ তে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। বছর ঘুরে এবার তাদের সামনে দ. আফ্রিকা। কিন্তু এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। ঘরের মাঠেই সিরিজ হারের পর এবার ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জের মুখে স্টিভেন স্মিথরা!

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমআরএম

আরও পড়ুন... আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে: ডু প্লেসিস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।