ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের আগে মারুফের ভাবনায় খেলার মান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
জাতীয় দলের আগে মারুফের ভাবনায় খেলার মান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে দুর্দান্ত ব্যাটিং ঝলক দেখিয়ে আলোচনায় ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। সাত ম্যাচে ২৪৪ রান করে আছেন সবার শীর্ষে। সাত ম্যাচে দুই অর্ধশতকে করেছেন এই রান। গড় ৪০.৬৬। স্ট্রাইক রেট চোখে লাগার মতো ১৫১.৫৫।

মিরপুর থেকে: বিপিএলে দুর্দান্ত ব্যাটিং ঝলক দেখিয়ে আলোচনায় ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। সাত ম্যাচে ২৪৪ রান করে আছেন সবার শীর্ষে।

সাত ম্যাচে দুই অর্ধশতকে করেছেন এই রান। গড় ৪০.৬৬। স্ট্রাইক রেট চোখে লাগার মতো ১৫১.৫৫।

টি-টোয়েন্টির জন্য আদর্শ এ ব্যাটসম্যান বিপিএলের শেষ অব্দি ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্পে ডাক পেতে পারেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দিয়েছেন এমন আভাস।

তবে মেহেদি মারুফ এসব নিয়ে চিন্তা করছেন খুব কমই। আগে নিজেকে আন্তর্জাতিক পারফরমার হিসেবে গড়ে তুলতে চান হার্ডহিটার এই ব্যাটসম্যান, ‘জাতীয় দল নিয়ে কিছুটা চিন্তা চলে এসেছে। খুব বেশি না। ‘মারুফ’ নামটা ধারাবাহিকভাবে সবার মধ্যে ছড়ানোর লক্ষ্য ছিল। এখন আপাতত জাতীয় দল, নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি না। আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজের নামটি ছড়িয়ে দিতে চাই। ’

‘উন্নতি করার জন্য দলে বেশ অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমাদের কোচ সুজন ভাইয়ের সাহায্য নিয়ে আমার ব্যাটিংয়ের ধরন আন্তর্জাতিক মানের করতে চাই। বাকিটা আল্লাহর ইচ্ছা। ’-যোগ করেন মেহেদি মারুফ।

বিপিএলের শেষ দুই ম্যাচে হেরে গেছে ঢাকা ডায়নামাইটস। তাইতো মারুফ ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যকেই দেখছেন বড় করে, ‘আসলে ব্যক্তিগত অর্জনের থেকে দলগত পারফরম্যান্স এখন বেশি গুরুত্বপূর্ণ। আমরা শেষ দুটি ম্যাচ হেরে গেছি। আমাদের লক্ষ্য এখন সামনের ম্যাচগুলো জেতা। ব্যক্তিগত অর্জন সামনে আসছে না। আসলে ব্যক্তিগত অর্জন দিনের শেষে কাউন্ট হয়। দিনের শুরুতে নিজের দল, দলের জয় এগুলো নিয়েই বেশি চিন্তা করতে হয়। টুর্নামেন্ট শেষে দেখা যাক কি হয়। ’ 

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।