ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সম্মান নিয়ে বিপিএল শেষ করতে চান নাফিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সম্মান নিয়ে বিপিএল শেষ করতে চান নাফিস শাহরিয়ার নাফিস-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরে নামের সুবিচার করতে পারেনি গেল আসরের রানারআপ বরিশাল বুলস। দলটি এই পর্যন্ত ম্যাচ খেলেছে ১০টি, যেখানে তাদের জয় মাত্র ৩টিতে।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে নামের সুবিচার করতে পারেনি গেল আসরের রানারআপ বরিশাল বুলস। দলটি এই পর্যন্ত ম্যাচ খেলেছে ১০টি, যেখানে তাদের জয় মাত্র ৩টিতে।

আর এই ৩ জয়ে, ৬ পয়েন্ট নিয়ে বিপিএলে অংশ নেয়া সাত দলের মধ্যে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। প্রথম রাউন্ডে তাদের ম্যাচ বাকি আছে আর ২টি। তবে এই দুটি ম্যাচ জিতলেও তাদের শেষ চারে খেলা হচ্ছে না। বিদায় নিতে হচ্ছে প্রথম রাউন্ড থেকেই।

তাই আর কোন প্রত্যাশা নয়, কোন স্বপ্ন নয়। গেলবারের রানারআপ দল হিসেবে শেষ দুটি ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চাইছেন দলের টপ অর্ডারের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস।   ‘গেলবারের রানারআপ দল হিসেবে এখন বাকি দুটা ম্যাচ জিতে ১০ পয়েন্টে সম্মানটুকু নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারলেই হয়। ’

অথচ বিপিএলের এবারের আসরে শুরুটা কি দুর্দান্তই না করেছিল দলটি। প্রথম ম্যাচ যদিও ঢাকার কাছে হেরে গিয়েছিল। কিন্তু ঢাকা পর্বের বাকি তিনটি ম্যাচেই তাদের জয় ছিল ঈর্ষণীয়। মুশফিক, নাফিসদের  ধারাবাহিক ব্যাটিংয়ে ঢাকা, কুমিল্লা ও রাজশাহীর বিপক্ষে কী দুর্দান্ত তিন জয়ই না পেল!

কিন্তু ১৭ নভেম্বর শুরু হওয়া চট্টগ্রাম পর্ব থেকেই দলটির জয়ে ছেদ পড়লো। যেন খেলতেই ভুলে গেছে। টানা ৬ হারে প্রথম রাউন্ডেই বিদায় ঘণ্টা বাজিয়ে দিল গেলবারের রানারআপরা। কেন এমন হলো? উত্তরে নাফিস জানালেন ‘দল হিসেবে আমরা পারফর্ম করতে পারছি না। মূলত চট্টগ্রাম যাওয়ার পরেই আমাদের ছন্দ পতন শুরু হয়েছে। আর অন্যান্য দলগুলো এরই মধ্যে তাদের ভুল শুধরে নিয়েছে। ফলে আমরা ওদের সাথে পেরে উঠছি না এবং দল হিসেবে পারফর্ম করতে পারছি না। ব্যক্তিগত কিছু পারফরম্যান্স হয়েছে কিন্তু ওটা দলের জন্য কোন সুখবার্তা বয়ে আনতে পারেনি। মুশফিক একা পারর্ফম করলেও আমাদের অন্যান্য ব্যাটসম্যানরা ওকে ওই সাপোর্টটা দিতে পারছে না। ’

১ ডিসেম্বর নিজেদের ১১তম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।