ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারের ধরন নিয়ে হতাশ তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
হারের ধরন নিয়ে হতাশ তামিম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে শীর্ষ দুই দল খেলবে এলিমিনিটর ম্যাচ। যেখানে হেরে গেলেও ফাইনালে খেলার আরও একটি সুযোগ থাকে। ঢাকা ডায়নামাইটস শীর্ষস্থান নিশ্চিত করায় সে সুযোগটি পাচ্ছে। দ্বিতীয় স্থানে থেকে ঢাকার প্রতিপক্ষ হওয়ার সুযোগ ছিল চিটাগং ভাইকিংসের। 

ঢাকা: বিপিএলে শীর্ষ দুই দল খেলবে এলিমিনিটর ম্যাচ। যেখানে হেরে গেলেও ফাইনালে খেলার আরও একটি সুযোগ থাকে।

ঢাকা ডায়নামাইটস শীর্ষস্থান নিশ্চিত করায় সে সুযোগটি পাচ্ছে। দ্বিতীয় স্থানে থেকে ঢাকার প্রতিপক্ষ হওয়ার সুযোগ ছিল চিটাগং ভাইকিংসের।  

অথচ শেষ দুই ম্যাচ হেরে সে সুযোগ অনেকটাই হারিয়েছে তারা। যদিও রান রেট উপরের দিকে থাকায় কিছুটা আশা আছে তাদের। যদি আগামীকাল লিগ পর্বের শেষ দুটি ম্যাচে কুমিল্লার কাছে রংপুর ও ঢাকার কাছে খুলনা হারে, তাতে সমান ১২ পয়েন্ট হবে চিটাগং, রাজশাহী, খুলনা ও রংপুরের। রান রেটের ভিত্তিতে শীর্ষ দুইয়ের পাশাপাশি তৃতীয় ও চতুর্থ দল হিসেব করা হবে।

অথচ শক্তিশালী দল নিয়েও ঢাকার কাছে বড় হারের পর রাজশাহীর কাছে ৬ উইকেটে হেরে গেছে চিটাগং। পর পর দুটি ম্যাচই হয়েছে একপেশে। নিজেদের দোষেই দ্বিতীয় স্থানে থাকার সুযোগ হারিয়েছেন বলে মনে করছেন ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল।  

হতাশা নিয়ে তামিম জানিয়েছেন, ‘এমন পরিস্থিতিতে আসার পেছনে আমাদের নিজেদেরই দায়ী করা উচিত। দুইটা ম্যাচ আগে আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম, যেখানে দ্বিতীয় পজিশনে সহজেই থাকতে পারতাম। ভালো ক্রিকেট আমরা খেলিনি। ’

হারের কারণে পয়েন্ট খোয়ানোর হতাশার সঙ্গে হারের ধরন দেখে বিরক্ত তামিম, ‘আসলে আমি সবসময় বলি আমরা ম্যাচ হারতে পারি কিন্তু হারের একটা ধরন থাকে। রাজশাহীর এমন কোনো বল হয়নি যে ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাবে। যে ছেলেটা (আফিফ) পাঁচ উইকেট নিয়েছে সে ভালো বল করেছে, কিন্তু এমন কোনো বল ছিল না যে খেলার মতো না। ব্যাটসম্যানরা অনেক ভুল করেছে। ’ 

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ০৪ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।