ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তবুও অতৃপ্ত ফ্রাঙ্কলিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
তবুও অতৃপ্ত ফ্রাঙ্কলিন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে এবারের আসরের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠে গেল ড্যারেন স্যামির রাজশাহী কিংস। ভাইকিংসদের দেয়া ১১২ রানের সহজ লক্ষ্য কিংসরা টপকে গেছে ১৩.৫ ওভারে ৪ উইকেটের খরচায়।

ঢাকা: বিপিএলে এবারের আসরের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ চারে উঠে গেল ড্যারেন স্যামির রাজশাহী কিংস। ভাইকিংসদের দেয়া ১১২ রানের সহজ লক্ষ্য কিংসরা টপকে গেছে ১৩.৫ ওভারে ৪ উইকেটের খরচায়।

তবে এই ম্যাচে রাজশাহীর সমীকরণটি অন্যরকমও হতে পারতো। চিটাগং ভাইকিংসের বিপক্ষে তারা যদি ১৩.২ ওভারেই জয় নিশ্চিত করতে পারতো তাহলে তিনে নয়, পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকেই শেষ চারে খেলতে পারতেন স্যামি-মিরাজরা।

কিন্তু হলো না। তিন বল বেশি খেলে জয় পাওয়ায় টেবিলের তিন নম্বরে থেকেই যেতে হল চারে। তবুও ভাইকিংসদের বিপক্ষে জয়ে শেষ চারে যেতে পেরে বেশ উজ্জ্বীবিত রাজশাহী শিবির। কিন্তু দলটি আরও বেশি উজ্জ্বীবিত হতো যদি ওই ১৩.২ ওভারেই জয় নিশ্চিত করতে পারতো।  

দলের এমন অতৃপ্তির কথা জানালেন সেই ম্যাচে রাজশাহীর হয়ে ২৭ বলে অপরাজিত ৬৩ রানের বিষ্ফোরক ইনিংস খেলা কিউই ব্যাটসম্যান জেমস ফ্রাঙ্কলিন।       

তিনি জানান, ‘হ্যাঁ, অবশ্যই ১৩.২ ওভারে খেলা শেষ করতে না পেরে আমরা কিছুটা হতাশ। তবে এটা ঠিক যে, আমরা জয়ের কথা মাথায় রেখেই ব্যাটিংয়ে নেমেছিলাম। কিন্তু শুরু থেকে ৭ ওভার পর্যন্ত আমরা সেভাবে ব্যাট করতে পারিনি, কেননা মোমেন্টাম আমাদের সাথে ছিল না। যদিও ৩ বলের জন্য আমাদের প্রাথমিক লক্ষ্যে যেতে পারিনি। কিন্তু ভাল লাগছে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পেরেছি এটা ভেবেই। ’

এদিকে বিপিএলে রাজশাহীর বিপক্ষে বল হাতে নেমেই রেকর্ড গড়ে ফেলেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। নিজের অভিষিক্ত ম্যাচেই ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেটের অনন্য এই রেকর্ডের গর্বিত মালিক হন ১৭ বছর বয়সী এই ক্রিকেটার।

কিন্তু মজার ব্যাপার হলো আফিফ সম্পর্কে কোন ধারণাই ছিল না সতীর্থ ফ্রাঙ্কলিনের। অভিষিক্ত ম্যাচেই আফিফের বোলিংয়ে চমকে গেছেন এই কিউই ব্যাটসম্যান, ‘আমি এটা বুঝতেও পারিনি যে এটা ওর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কোনো ধারণাই ছিল না। এরকম একটা ছেলে এমন একটি ম্যাচে নেমে ৫ উইকেট নেওয়া, ক্রিস গেইলের বড় উইকেটটি নেওয়া, দারুণ ব্যাপার। বিশেষ করে প্রথম দুই বলে চার হজম করার পর, তরুণ একটি ছেলে সহজেই ভেঙে পড়তে পারত। কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে, ম্যাচ জেতানো পারফরফম্যান্স করেছে। এখন অনেক প্রত্যাশা পূরণের ভার চাপবে ওর ওপর। আশা করি সে পারবে। ’

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ০৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।