ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঠিক সময়েই জ্বলে উঠবে গেইল, আশা তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ঠিক সময়েই জ্বলে উঠবে গেইল, আশা তামিমের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএলে চার ম্যাচ খেললেও এখনও স্বমহিমায় জ্বলে ওঠেনি ক্রিস গেইলের ব্যাট। এ ক্যারিবীয়ান ব্যাটিং দানব চার ম্যাচে করেছেন মাত্র ৬৫ রান। 

মিরপুর থেকে: চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএলে চার ম্যাচ খেললেও এখনও স্বমহিমায় জ্বলে ওঠেনি ক্রিস গেইলের ব্যাট। এ ক্যারিবীয়ান ব্যাটিং দানব চার ম্যাচে করেছেন মাত্র ৬৫ রান।

 

প্রথম ম্যাচে ২৬ বলে ৪০ রানের ইনিংস খেলে কিছুটা ঝলক দেখালেও পরের তিন ম্যাচের ইনিংসগুলো যথাক্রমে ১৯, ১, ৫। নামের সঙ্গে ঠিক মানানসই নয়।

গেইলের এমন পারফরম্যান্সের পরও হতাশ নন চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের আশা ঠিক সময়ে চার-ছক্কার ‘ঝড়’ শুরু হবে গেইলের ব্যাটে, ‘গেইল রান করেনি বলে আমি যে খুব অবাক হয়েছি তা কিন্তু না। আমি জানি, গেইল যে কোনো মুহূর্তে, যে কোনো ম্যাচে এমন একটা ইনিংস খেলবে যে ম্যাচটা একতরফা করে দেবে। ’ 

‘আমি কিছুটা খুশি যে শেষ কয়েকটা ম্যাচে গেইল রান পায়নি। পরের ম্যাচ যদি জিততে পারি তাহলে সামনের ম্যাচটায় আমাদের চোখ থাকবে। এক-দুইটা ম্যাচের মধ্যে গেইল যদি বড় একটা পারফরম্যান্স দিয়ে দেয় তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হবে। ’-যোগ করেন তামিম।

গেইলের মতো তারকা ক্রিকেটার দলে থাকার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তামিম বলেন, ‘ফোকাসটা অবশ্যই ওর দিকে যাক কিন্তু আমাদের প্লেয়াররা যেন ওই ফোকাসটার মধ্যে না পড়ে যায়। ওর মতো একটা প্লেয়ার যদি রান না করে তখন একটা টিম মেন্টালি ব্রেক হয়ে যায়। আমার কাছে মনে হয় ওই জিনিশটা আমাদের দলের মধ্যে হয়নি। ’

আগামীকাল (০৬ ডিসেম্বর) বিপিএলের এলিমিনিটর ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে খেলবে চিটাগং ভাইকিংস। তামিমদের বাঁচা-মরার ম্যাচেই কী তাণ্ডব চালাবেন গেইল? চিটাগং অধিনায়কের আশা এমনটাই।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।