ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যামেরা ছাড়াই রাজশাহীর ফটোসেশন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ক্যামেরা ছাড়াই রাজশাহীর ফটোসেশন! ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফো.কম

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদন। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে চার-ছক্বার ডামাডোলে মাঠে সব সময়ই বিরাজ করে উৎসব উৎসব একটি ভাব। তবে বিপিএলে আজকের ম্যাচে এই বিনোদনটি দেখা গেল একটু ভিন্নভাবে।

মিরপুর থেকে: টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদন। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে চার-ছক্বার ডামাডোলে মাঠে সব সময়ই বিরাজ করে উৎসব উৎসব একটি ভাব।

তবে বিপিএলে আজকের ম্যাচে এই বিনোদনটি দেখা গেল একটু ভিন্নভাবে।

রাজশাহী বোলাররা চিটাগংয়ের এক একটি উইকেট নিচ্ছেন আর তার পরেই ক্যামেরাম্যানের ভূমিকায় ড্যারেন স্যামি বেশ কিতাবি কায়দায় ছবির পর ছবি তুলেই যাচ্ছেন। যেন হাতে তার ক্যামেরা। আর সেই ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন সতীর্থ মিরাজ, ধ্রুব, সাব্বিররা।

হাতে ক্যামেরা নেই কিন্তু সেলফি, কখনও বা গ্রুপ ছবি। হাতের আঙ্গুলকে ক্যামেরা বানিয়ে এই ভিন্নধর্মী উদযাপনে মেতে উঠে ড্যারেন স্যামি এন্ড কোং। কখনও পিচের ঠিক পাশে কখনওবা মাঠের কোন এক প্রান্তে গিয়ে সতীর্থদের নিয়ে এভাবেই ফটোসেশন করছেন রাজশাহী কিংস অধিনায়ক।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এলিমিনেটর ম্যাচে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচে রাজশাহীর প্লেয়ারদের ভিন্নধর্মী এমন উদযাপনে ব্যতিক্রমী বিনোদন পেল পুরো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগত দর্শকরা। বল হাতে চিটাগং ভাইকিংসদের এক একজন প্লেয়ারকে আউট করার পরেই দেখা গেল সবাই মিলে সেলফি তুলছেন। আর নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী কিংস অধিনায়ক।


 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ৬ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।