ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অশালীন আচরণে সাকিবের জরিমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
অশালীন আচরণে সাকিবের জরিমানা ছবি: বাংলানিউজ

বিপিএলে এলিমিনেটর ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করায় ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ জরিমানা গুনতে হচ্ছে সাকিব আল হাসানকে।

মিরপুর থেকে: বিপিএলে এলিমিনেটর ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশালীন আচরণ করায় ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ জরিমানা গুনতে হচ্ছে সাকিব আল হাসানকে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনার ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে এলবিডব্লিউ’র আবেদন করেন ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহি।

আম্পায়ার খালেদ মাহমুদ সাড়া না দেওয়ায় ক্ষেপে যান বোলার রাহি। ওইসময় আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে আঙুল তুলে চোখ রাঙিয়ে কিছু একটা বলেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে কম যাননি রাহিও। তবে রাহিকেও কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়নি। ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা হয় সাকিবের।
 
মাঠে আম্পায়ারকে স্যরি বলায় পার পেয়ে যান রাহি। জানা গেছে, তাদের বিরুদ্ধে আম্পায়াররা কোনো নোটিশই করেননি।  

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।