ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমন হার বড় হতাশার: স্টুয়ার্ট ল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
এমন হার বড় হতাশার: স্টুয়ার্ট ল

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৫৪ রানের বড় ব্যবধানে হেরেছে খুলনা টাইটাইনস। দাপুটে জয় দিয়ে বিপিএলে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা।

মিরপুর থেকে: প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৫৪ রানের বড় ব্যবধানে হেরেছে খুলনা টাইটাইনস। দাপুটে জয় দিয়ে বিপিএলে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা।

অথচ টস হেরে আগে ব্যাট করা ঢাকার ইনিংস শেষে খুলনার সামনেই জয়ের হাতছানি বেশি ছিলো। দুই দিন আগে যেখানে একই প্রতিপক্ষের দেওয়া ১৫৯ রানের টার্গেট ১২ বল হাতে রেখে ম্যাচ শেষ করলো খুলনা সেখানে ১৪১ রানের টার্গেট আর এমন কী?

শুরুটাও মন্দ ছিলো না খুলনার। ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৩৯ রান তোলে। তারপরই একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৮৬ রানে অলআউট হয় খুলনা। তিনটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো।

ফাইনালে ওঠার সুযোগ হারিয়ে হতাশ খুলনার কোচ স্টুয়ার্ট ল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্টুয়ার্ট বলেন, যে টার্গেট আমরা পেয়েছিলাম সেটা অতিক্রম করার মতো ছিলো। এমন হার হতাশার। পাওয়ার প্লে’র ছয় ওভারে এক উইকেটে ৩৯ রান মন্দ ছিলো না। তারপর ব্যাটসম্যানদের কী যে হলো! উইকেট ভালো ছিলো, তারপরও আমরা তাদের ১৪০ রানে বেঁধেছিলাম। ফিল্ডিং, বোলিংয়ে দারুণ পারফরম্যান্স ছিলো। ছেলেদের মনোভাবও দুর্দান্ত ছিলো কিন্তু ব্যাটিংটাই ডোবালো। ব্যাটিং আজ আপ টু মার্ক ছিলো না।
 
এবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে ভাবছেন স্টুয়ার্ট ল। যেখানে খুলনার প্রতিপক্ষ রাজশাহী। যে দল জিতবে তারাই হবে ফাইনালে ঢাকার প্রতিপক্ষ। ভুল শুধরে আগামীকাল ভয়ডরহীন ক্রিকেট দেখতে চান ক্রিকেটাদের কাছ থেকে।  

‘আমার আশা কাল ঘুরে দাঁড়াবে দল। ভুল শুধরে কালকের ম্যাচে কীভাবে ভালো করা যায়-এটা নিয়েই ভাবছি। আজ খারাপ একটা রাত গেছে আমাদের। ’

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।