ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল থেকে জাতীয় দলের স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বিপিএল থেকে জাতীয় দলের স্কোয়াডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএল দরজা খুলে দিলো ইংল্যান্ডের উঠতি তারকা টাইমাল মিলসের। বাঁহাতি এই পেসার চিটাগং ভাইকিংসের হয়ে দারুণ খেলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

ঢাকা: বিপিএল দরজা খুলে দিলো ইংল্যান্ডের উঠতি তারকা টাইমাল মিলসের। বাঁহাতি এই পেসার চিটাগং ভাইকিংসের হয়ে দারুণ খেলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

বিপিএলের আসরে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন মিলস। ২৪ বছর বয়সী এই পেসার এর আগে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে। বিপিএলের আসরে দারুণ পারফর্ম করে ইংলিশ নির্বাচকদের দৃষ্টিতে আসেন মিলস। ফলে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী ২৬ জানুয়ারি ভারতের বিপক্ষে সফরকারী ইংলিশরা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে।

এসেক্সের হয়ে খেলা এই পেসার বিপিএলে তামিমের নেতৃত্বে খেলেছেন তিনটি ম্যাচ। ৫ উইকেট তুলে নেওয়া এই পেসার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিয়েছিলেন তিনটি উইকেট।

ভারতের বিপক্ষে ইংলিশদের টি-টোয়েন্টি স্কোয়াড:
মঈন আলী, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম প্লাঁঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।