ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আপাতত নিজের সঙ্গেই সৌম্যর লড়াই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
আপাতত নিজের সঙ্গেই সৌম্যর লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে মাশরাফি-মুশফিকরা ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবেন অস্ট্রেলিয়ায়।

মিরপুর থেকে: চলতি মাসের শেষ সপ্তাহ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে মাশরাফি-মুশফিকরা ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবেন অস্ট্রেলিয়ায়।

সেখানে বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে টাইগারদের।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে ১২ সদস্যের বাংলাদেশ দল। এই বহরে আছেন টাইগার টপঅর্ডারের ব্যাটসম্যান সৌম্য সরকার। আর অস্ট্রেলিয়া গিয়ে প্রথম কাজ হিসেবে সৌম্য বেছে নিয়েছেন, কন্ডিশনেরর সঙ্গে খাপ খাইয়ে নিজেকে ঝালিয়ে নিতে। চাইছেন দুই প্রস্তুতি ম্যাচে লম্বা ইনিংস খেলে নিজেকে ফিরে পেতে।  
   
সৌম্য জানান, ‘যেহেতু আগে অস্ট্রেলিয়া যাচ্ছি সেহেতু ওখানকার আবহাওয়াটা আগে বুঝতে হবে নতুন করে। ওইটা দেখে উইকেটে বেশি সময় থাকার জন্য মনোযোগ দিতে হবে, বেশিক্ষণ অনুশীলন করতে হবে। এটাই আপাতত প্রথম ফোকাস। সবসময়ই চেষ্টা করি দেশকে ভালো কিছু দেয়ার জন্য। দেশকে কিছু দিতে গেলে আমার নিজেরও অনেক কিছু পাওয়া হয়। তাই চাইছি আমার যে ফর্ম যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে আবার নিজের জায়গায় ফিরে আসতে। ’

‘মাঠে যখন নামি তখন লক্ষ্যটা থাকে ভালো কিছু করার। তাছাড়া এখন ভালো কিছু করতে পারলে আমার আত্মবিশ্বাসটা বাড়বে। চেষ্টা করবো নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা যায় সেভাবে খেলতে। ওখানকার প্রস্তুতি ম্যাচে যদি লম্বা সময় ব্যাটিং করতে পারি সেটা আমার জন্যই ভালো হবে। ’ যোগ করেন সৌম্য।        
 
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চত্বরে আসন্ন সফরে নিজের করণীয় নিয়ে এমনটিই জানান এই ওপেনার।   
 
এক বছরেরও বেশি সময় হতে চলেছে ব্যাটে রান নেই সৌম্যর। নীরবতা ভেঙে আসন্ন সিরিজ দিয়েই নিজেকে ফিরে পাবেন বলে মনে করছেন তিনি। সতীর্থদের সমর্থন পেলে কাজটি আরও সহজ হবে বলে মনে করছেন সৌম্য, ‘সব সময়ই তারা আমাকে সমর্থন করে। আমিও চেষ্টা করছি নিজেকে ফিরে পেতে। একটু লম্বা সময় ধরেই বাজে সময় যাচ্ছে। এ অবস্থা থেকে আমাকেই ফিরতে হবে। চেষ্টা করছি নিজেকে সেখান থেকে বের করার জন্য এবং নিজেকে ফিট করার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ৮ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।