ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠ থেকে হাসপাতালে আম্পায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
মাঠ থেকে হাসপাতালে আম্পায়ার ছবি:সংগৃহীত

মাথায় বলের আঘাত লাগায় মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে আম্পায়ার পল রেইফেলকে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান ‍মুম্বাই টেস্টে বাউন্ডারি লাইন থেকে ছুঁড়ে মারা বল রেইফেলের মাথার পেছনে আঘাত করে। পরে স্ক্যান করানোর জন্য তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা: মাথায় বলের আঘাত লাগায় মাঠ থেকে হাসপাতালে যেতে হয়েছে আম্পায়ার পল রেইফেলকে। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান ‍মুম্বাই টেস্টে বাউন্ডারি লাইন থেকে ছুঁড়ে মারা বল রেইফেলের মাথার পেছনে আঘাত করে।

পরে স্ক্যান করানোর জন্য তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

মাথার পেছনে বলের আঘাত লাগায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ৫০ বছর বয়সী রেইফেল। দ্রুতই ইংলিশ মেডিক্যাল টিম মাঠে দৌড়ে যায়। পরে ১০ থেকে ১২ মিনিট খেলা বন্ধ থাকে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা ম্যারাইস এরাসমাস এসে রেইফেলের জায়াগায় যুক্ত হন।

ম্যাচের ৪৯তম ওভারের সময় এমন ঘটনা ঘটে। রবিচন্দ্রন অশ্বিনের ওভারে কিয়েটন জেনিংস স্কয়ার লেগে বল পাঠান। পরে বলটি বাউন্ডারি লাইন থেকে চেতশ্বর পুঁজারার দিকে ছুঁড়ে মারেন ভুবেনশ্বর কুমার। তবে বলটি ঠিক মতো না এসে আম্পায়ার রেইফেলের মাথার পেছন দিকে আঘাত করে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।