ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজের প্রথম দিবা-রাত্রির টেস্ট অ্যাডিলেডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
অ্যাশেজের প্রথম দিবা-রাত্রির টেস্ট অ্যাডিলেডে ছবি:সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে পুরোণো দৈরথ অ্যাশেজ প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টের আয়োজন করতে যাচ্ছে। আগামী বছর অস্ট্রেলিয়ার স্টেডিয়াম অ্যাডিলেডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০১৭-১৮ গ্রীস্মকালীন সূচিতে এমনটি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ঢাকা: ক্রিকেটের সবচেয়ে পুরোণো দৈরথ অ্যাশেজ প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টের আয়োজন করতে যাচ্ছে। আগামী বছর অস্ট্রেলিয়ার স্টেডিয়াম অ্যাডিলেডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০১৭-১৮ গ্রীস্মকালীন সূচিতে এমনটি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের এই সিরিজটি যথারিতী ব্রিসবেনে গ্যাবা স্টেডিয়ামের মাধ্যমে ২৩ নভেম্বর শুরু হবে। আর ক্রিসমাস ও নতুন বছরের দুটি টেস্টও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড অায়োজন করবে। যা হবে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট ও ৪ জানুয়ারি।

তবে তৃতীয় টেস্ট আয়োজনে পার্থের ওয়াকা গ্রাউন্ড এবার হয়তো ম্যাচ আয়োজন করতে পারছে না। কারণ নতুন করে স্টেডিয়াম তৈরি করছে তারা। যা গড়াবে ১৪ ডিসেম্বর থেকে। আর ফ্লাড লাইটের নিচে গোলাপি বলে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর থেকে।

অ্যাশেজ শেষে দু’দল মেলবোর্ন, ব্রিসবেন, সিডনি, অ্যাডিলেড ও পার্থে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। যা শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। তবে এরপরই নিউজিল্যান্ডকে সঙ্গে নিয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন হবে। কিন্তু এই সিরিজের মোট সাতটি ম্যাচের তিনটি আয়োজন করবে অস্ট্রেলিয়া। আর ফাইনাল সহ চারটি ম্যাচ আয়োজন করবে নিউজিল্যান্ড।

অ্যাশেজ সিরিজ ২০১৭-১৮:

*প্রথম টেস্ট, ব্রিসবেন - নভেম্বর ২৩-২৭
*দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড ওভাল (দিবা-রাত্রি) - ডিসেম্বর ২-৬
*তৃতীয় টেস্ট, পার্থ (স্টেডিয়াম অনির্বাচিত) - ডিসেম্বর ১৪-১৮
*চতুর্থ টেস্ট, মেলবোর্ন - ডিসেম্বর ২৬-৩০
*পঞ্চম টেস্ট, সিডনিত - জানুয়ারী ৪-৮ 

সীমিত ওভারের সিরিজ:

*প্রথম ওয়ানডে, মেলবোর্ন - ১৪ জানুয়ারি
*দ্বিতীয় ওয়ানডে, ব্রিসবেন - ১৯ জানুয়ারি
*তৃতীয় ওয়ানডে, সিডনি - ২১ জানুয়ারি 
*চতুর্থ ওয়ানডে, অ্যাডিলেড - ২৫ জানুয়ারী 
*পঞ্চম ওয়ানডে, পার্থ  - ২৮ জানুয়ারী 

*প্রথম টি-২০, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, সিডনি - ৩ ফেব্রুয়ারি
*দ্বিতীয় টি-২০, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, হোবার্ট - ৭ ফেব্রুয়ারী
*তৃতীয় টি-২০, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, মেলবোর্ন - ১০ ফেব্রুয়ারি
*চতুর্থ টি-২০, নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, ওয়েলিংটন - ১৪ ফেব্রুয়ারি
*পঞ্চম টি-২০, নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, ইডেন পার্ক - ১৬ ফেব্রুয়ারি
*ষষ্ঠ টি-২০, নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, সেডন পার্ক - ১৮ ফেব্রুয়ারি
*ফাইনাল, ইডেন পার্ক - ২১ ফেব্রুয়ারি

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।