ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডে বাংলাদেশের বোলিং চাঙ্গা করবেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
নিউজিল্যান্ডে বাংলাদেশের বোলিং চাঙ্গা করবেন মোস্তাফিজ উইকেটশিকারি মোস্তাফিজের উচ্ছ্বাস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মোস্তাফিজুর রহমান দলে ফেরায় নিউজিল্যান্ডে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে উজ্জীবিত। ম্যাচে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। বক্সিং ডে’তে (ক্রিসমাসের পরদিন) ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াডে রয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।

ঢাকা: মোস্তাফিজুর রহমান দলে ফেরায় নিউজিল্যান্ডে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে উজ্জীবিত। ম্যাচে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের।

বক্সিং ডে’তে (ক্রিসমাসের পরদিন) ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াডে রয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।

আগামী ২৬ ডিসেম্বর (সোমবার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে মুখোমুখি হবে দু’দল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় বহুল প্রতিক্ষীত ম্যাচ দিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। ২৯ ও ৩১ ডিসেম্বর পরবর্তী দু’টি ওয়ানডে। এরপর রয়েছে তিনটি টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।

মোস্তাফিজ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে ভারতে অনষ্ঠিত টি-২০ বিশ্বকাপে। কাঁধের ইনজুরির কারণে জুলাইয়ের পর থেকে সব ধরনের ক্রিকেটের বাইরে ২১ বছর বয়সী এ বাঁহাতি পেসার। আগস্টে তার সার্জারি (অস্ত্রোপচার) করানো হয়।

দীর্ঘ অপেক্ষার ইতি টেনে মাঠে নামতে নিশ্চয়ই তর সইছে না মোস্তাফিজের। গোটা ক্রিকেট বিশ্ব যার বোলিং দেখে মুগ্ধ। ক্যারিয়ারের শুরুতেই তারকাখ্যাতির জানান দেন সাতক্ষীরায় জন্ম নেওয়া এ প্রতিভাবান বাংলাদেশি পেসার।

এখন পর্যন্ত ৯টি ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বোলিং গড় ১২.৩৪। ইকোনমি রেট ৪.২৬। তার মধ্যে রয়েছে গত বছর ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট শিকারের কীর্তি। আর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ বার উইকেট উদযাপন করেছেন।

টেস্টে অবশ্য নিয়মিত নন মেস্তাফিজ। ইনজুরিমুক্ত ও ফিটনেস ঠিক রাখতেই তাকে এ ফরমেট থেকে দূরে রাখছে বিসিবি। সাদা পোশাকে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট।

এদিকে, মূল সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) একমাত্র প্রস্তুতি ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়। এর আগে কন্ডিশনের সঙ্গে মানিতে নিয়ে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করে বাংলাদেশ দল। সেখানে বিগ ব্যাশের দুই জায়ান্ট টিম সিডনি সিক্সার্স (জয়) ও সিডনি থান্ডারের বিপক্ষে (হার) দু’টি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেন মাশরাফিরা।

প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, তানভির হায়দার।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমআরএম

আরও পড়ুন... প্রথম ওয়ানডের দলে ফিরলেন মোস্তাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।