ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্লো ওভার রেটের কারণে টাইগারদের জরিমানা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
স্লো ওভার রেটের কারণে টাইগারদের জরিমানা স্লো ওভার রেটের কারণে টাইগারদের জরিমানা/ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ জরিমানা হিসেবে গুনতে হচ্ছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

ঢাকা: ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ জরিমানা হিসেবে গুনতে হচ্ছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

এছাড়া দলের বাকি সদস্যদের ম্যাচ ফি’র ১০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয় বোলিংয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নেওয়ায় নির্ধারিত আইনের ২.৫.১ ধারায় ম্যাচ রেফারি ক্রিস ব্রড এ জরিমানা নির্ধারণ করেছেন। মাশরাফি অনুতপ্ত হওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।