ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ওয়ানডে সিরিজ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
মুশফিকের ওয়ানডে সিরিজ শেষ মুশফিকুর রহিম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

মুশফিকুর রহিমকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দু’টি ওয়ানডে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম ওয়ানডেতে বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিটাই কাল হয়ে দাঁড়ালো। অন্তত দুই সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।

ঢাকা: মুশফিকুর রহিমকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দু’টি ওয়ানডে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম ওয়ানডেতে বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিটাই কাল হয়ে দাঁড়ালো।

অন্তত দুই সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। তাই টি-টোয়েন্টি সিরিজে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।  প্রথম টেস্টের আগে পূর্ণ ফিটনেস ফিরে পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে মুশফিকের অনুপস্থিতিতে বড় এক ধাক্কা। তার জায়গায় খেলবেন নুরুল হাসান সোহান। এ ফরমেটে যার এখনো অভিষেক হয়নি। তবে জাতীয় দলের জার্সিতে ছয়টি টি-২০ ম্যাচ খেলেছেন এ তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। নেলসনের স্যাক্সটন ওভালে যথারীতি বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে। একই গ্রাউন্ডে ৩১ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে।

দু’দিন আগে ক্রাইস্টাচার্চে অনুষ্ঠিত বক্সিং ডে (ক্রিসমাসের পরদিন) ম্যাচে দ্রুত রান নেওয়ার প্রচেষ্টায় ডাইভ দিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মুশফিক। ব্যক্তিগত ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। কিউইদের ছুঁড়ে দেওয়া ৩৪২ রানের লক্ষ্যে ২৬৪ তে থামে টাইগারদের ইনিংস।

স্ক্যান রিপোর্টে মুশফিকের ওডিআই সিরিজ থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত হয়। ওয়েলিংটনে প্রথম টেস্টের (১২ জানুয়ারি শুরু) আগে নিজেকে পুরোপুরি ফিট করার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক। তার আগে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।

তবে প্রত্যাশার চেয়েও মুশফিকের দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘আমাদের দুই সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে, এর আগে কিছু হওয়াটা বোনাস। সে (মুশফিক) তিন ফরমেটেই উইকেটকিপিংয়ের পাশাপাশি অন্যতম ইনফর্ম ব্যাটসম্যান। কিন্তু, ইনজুরি খেলারই অংশ। ’

‘তার সেরে ওঠার প্রক্রিয়া ভালো হচ্ছে। আমি তাকে আজ পুলে দেখেছি। সে সবসময়ই নিজের প্রস্তুতির জন্য সেরাটা উজাড় করে দেয় এবং আমি নিশ্চিত, এই ইনজুরি নিয়েও একইভাবে কাজ করবে। ’-যোগ করেন হাথুরুসিংহে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।