ঢাকা: পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কার শেষ রক্ষা হলো না! জয়ের জন্য শেষ দিনে দরকার ছিল ২৪৮ রান। হাতে পাঁচ উইকেট।
৪৮৮ রানের লক্ষ্যে ২৮১ তে থামে সফরকারীদের ইনিংস। ২০৬ রানের বড় জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা। কেপটাউনে আগামী ২ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে।
স্কোর: দ. আফ্রিকা - ২৮৬ ও ৪০৬/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা - ২০৫ ও ২৮১ (৯৬.৩)
পাঁচ উইকেটে ২৪০ রান নিয়ে পঞ্চমদিনের ব্যাটিংয়ে নামে লঙ্কানরা। অ্যাবোট-রাবাদাদের দুর্দান্ত বোলিংয়ে উইকেটে তাদের আয়ু ছিল ১৩.৩ ওভার। দলীয় স্কোরে ছয় রান যোগ হতেই সাজঘরে ফেরেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫৯)। ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ২২। ১৯ রানে অপরাজিত থেকে যান সুরাঙ্গা লাকমল।
আগের দিন দুই ওপেনারের ব্যাটে ভালো শুরুই পেয়েছিল শ্রীলঙ্কা। দিমুথ করুণারাত্নের (৪৩) রানআউটে ৮৭ রানের ওপেনিং জুটি ভাঙে। কুশল সিলভার ব্যাট থেকে আসে ৪৮। কুশল মেন্ডিস করেন ৫৮।
কাগিসো রাবাদা ও স্পিনার কেশব মহারাজ তিনটি করে উইকেট লাভ করেন। কাইল অ্যাবোট দু’টি ও বাকি উইকেটটি নেন ভারনন ফিল্যান্ডার।
ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন স্টিফেন কুক। দুই ইনিংসেই (৫৯ ও ১১৭) উজ্জ্বল ছিলেন ৩৪ বছর বয়সী এ ডানহাতি ওপেনার।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এমআরএম