ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃহস্পতিবার শুরু প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বৃহস্পতিবার শুরু প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট। ৭০টি ভেন্যুতে অনুষ্ঠিত স্কুল ক্রিকেটের এই জাতীয় আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ জ‍ানুয়ারি)।

বুধবার (৪ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবির মিডিয়া সেন্টারে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের বিভিন্ন দিক তুলে ধরেন, প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ কামাল খান চৌধুরী।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও প্রাইম ব্যাংকের জনসংযোগ শাখার প্রধান মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

আহমেদ কামাল খান চৌধুরী বলেন, এবারের আসরে সারাদেশের ৫শ’ ৪০টি স্কুলের প্রায় ১০ হাজার ৮শ’ ক্ষুদে ক্রিকেটার অংশ নিচ্ছে। দেশের ৬৪ জেলায় জাতীয় পর্যায় পর্যন্ত ৯৬৫ ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জেলা পর্যায়ে মোট ম্যাচের সংখ্যা ৯শ’ ১টি। জেলা চ্যাম্পিয়নরা অংশ নেবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায়ে হবে মোট ৫৭টি ম্যাচ। আর জাতীয় পর্যায়ের ৭ ম্যাচ শেষে নির্ধারিত হবে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন।

দেশের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় এ চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড।

আহমেদ কামাল খান চৌধুরী জানান, গেলো আসর থেকে বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ দল ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন এবং স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ভারতের মুম্বাইয়ে ওয়ার্ল্ড স্কুল চ্যাম্পিয়নশিপ, ক্রিকেট ২০১৭ অংশ নিতে যাবে। এর পৃষ্ঠপোষকতা করবে প্রাইম ব্যাংক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, দেশের ক্রিকেটের সমৃদ্ধ পাইপলাইন তৈরিতে দারুণ ভূমিকা রাখছে স্কুল ক্রিকেট। বাংলাদেশের বর্তমানের বয়স ভিত্তিক দলগুলোর বেশিরভাগ ক্রিকেটার উঠে আসছে এখান থেকে। অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের ১৭ জন ক্রিকেটার খেলেছে স্কুল ক্রিকেটের গেলো আসরে। আর অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের ১৬ জন বাছাইকৃত ক্রিকেটার মাঠ মাতিয়েছে নিজের স্কুলের জার্সি গায়ে।

২০১৬-১৭ আসরে ঢাকা বিভাগ থেকে অংশ নিচ্ছে সবচেয়ে বেশি ১শ ২৪টি স্কুল; চট্টগ্রাম; ৮৮টি; খুলনা; ৮০টি; বরিশাল; ৪০টি; ঢাকা মেট্রো; ৩২টি; রাজশাহী ৬৮টি; রংপুর ৬৮টি; সিলেট বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩৬ টিস্কুল।

সাত বিভাগের পাশাপাশি ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দল অংশ নেবে জাতীয় চ্যাম্পিয়নশিপে। প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের গেলো আসরের চ্যাম্পিয়ন টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।