ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছয় বছর পর যুবরাজের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ছয় বছর পর যুবরাজের সেঞ্চুরি যুবরাজ সিং/ছবি: সংগৃহীত

কটকের বারাবতি স্টেডিয়ামে যেন আগের সেই পুরনো যুবরাজ সিংকে দেখলো ক্রিকেট বিশ্ব! ওয়ানডেতে প্রায় ছয় বছর পর সেঞ্চুরি উদযাপন করেছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে যুবরাজের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোরের ভিত পেয়েছে টিম ইন্ডিয়া।

যুবরাজের এটি ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক। তার ৯৮ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কার মার।

একদিনের ক্রিকেটে সবশেষ চেন্নাইয়ে ২০১১ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ৩৫ বছর বয়সী এ অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

...

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রেকর্ড জুটিও গড়েন যুবরাজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। দলীয় ২৫ রানের মধ্যেই লোকেশ রাহুল, বিরাট কোহলি ও শিখর ধাওয়ান সাজঘরে ফেরেন।

এরপরই দলের হাল ধরেন যুবরাজ। তাকে যোগ সঙ্গ দেন কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ধোনি। দু’জন মিলে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেট পার্টনারশিপের রেকর্ড ভাঙেন। আগের কীর্তিটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের দখলে (১৭২ অপরাজিত, ৫ সেপ্টেম্বর ২০১২)।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।