ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি: সংগৃহীত

সফরের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হেগলি ওভালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

টাইগারদের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় এ ম্যাচের মধ্যদিয়ে টেস্টে প্রথমবার দলপতির দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল।
 
নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকেই যেন ঠিক চেনা যাচ্ছে না বাংলাদেশকে।

স্বাগতিকদের বিপক্ষে একের পর এক হারে অনেকটাই ফিকে হয়ে এসেছে সফরকারী দলটির গেল দুই বছর ঘরের মাঠে দুর্দান্ত এক একটি অর্জন। কিউদের বিপক্ষে টাইগারদের এই হারের গল্পটা শুরু হয়েছে ওয়ানডে সিরিজ দিয়ে।
 
গেল ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে কেন উইলিয়ামসনদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে বসে টাইগাররা। এরপর  আরও দুটি ওয়ানডে, তিনটি টি-২০ ও একটি টেস্ট ম্যাচ হয়ে গেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
 
ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট (১২-১৬ জানুয়ারি) দিয়ে অন্তত হারের গল্প এড়ানো যেতো। রেকর্ডময় ৫৯৫ রানের প্রথম ইনিংসেও স্বাগতিকদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে যেতে হয় ১-০ তে। এবার সফরকারীদের সামনে মিশন ক্রাইস্টচার্চ।
 
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।