টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ২৭৯ রান।
উদ্বোধনী দিনের অপর ম্যাচে নিউজিল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ২০ ওভারে কিউইরা ১১২ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে নেমে মাত্র ৭.২ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান।
গত রোববার (২৯ জানুয়ারি) এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) ২১ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে যায়। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লিতে এ প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতা শেষে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৭
এমআরপি