ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান টি-২০ সিরিজে অজি অধিনায়ক ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
লঙ্কান টি-২০ সিরিজে অজি অধিনায়ক ফিঞ্চ বাঁ থেকে ফিঞ্চ, ওয়ার্নার ও স্মিথ-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আসছে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। কারণ ক’দিন পরেই ভারত সফর থাকায় নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল সিরিজের পুরো দলের নাম ঘোষণা করা হবে।

ভারত সফরে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে অজি দলে আসতে পারে একাধিক নতুন মুখ। স্মিথ, ওয়ার্নারের পাশপাশি টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজেলউড, উসমান খাজা ও মিচেল মার্শের মতো বড় সব তারকারা।

তারা খেলছেন না কারণ ২২ ফেব্রুয়ারি অ্যাডিলেডে তৃতীয় টি-২০’র পরের দিনই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে হবে।

ভারতের বিপক্ষে টেস্টের কারণে শুধুমাত্র ক্রিকেটার নয়, লঙ্কানদের বিপক্ষে থাকছে না অজিদের নিয়মিত কোচ ড্যারেন লেহমানও। এই সিরিজে জাস্টিন ল্যাঙ্গার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। আর তার সহকারী হিসেবে থাকবেন রিকি পন্টিং ও জেসন গিলেস্পি। ১৭ ফেব্রুয়ারি থেকে মেলবোর্নে প্রথম টি-২০ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।