ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দশম আইপিএল নিলামে বিলম্ব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দশম আইপিএল নিলামে বিলম্ব আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ওয়ার্নার-মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ/ছবি: সংগৃহীত

আইপিএলের শিরোপা ধরে রাখতে চোখ রাখছে ওয়ার্নার-মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। তার আগে খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এটি অনুষ্ঠিত হতে পারে। প্রথমে প্রস্তাবিত তারিখ ছিল ৪ ফেব্রুয়ারি।

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো চূড়ান্ত তারিখ প্রকাশ করেনি, ফ্র্যাঞ্চাইজিগুলো বুঝতে পেরেছে এটা ফেব্রুয়ারির ২০ থেকে ২৫ তারিখের মধ্যে যেকোনো জায়গায় হবে। গত বছরের নভেম্বরে আইপিএলের গভর্নিং কাউন্ডিল এবারের আসরের সূচি প্রকাশ করে।

ওই সময়েই নিলাম পর্ব ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোয় করার জেরে তা বাতিল হয়ে যায়।

আগামী ৫ এপ্রিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের পর্দা উঠবে। ফাইনাল ২১ মে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।