ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের চূড়ান্ত আসরের স্বপ্ন দেখাচ্ছে টাইগ্রেসরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বিশ্বকাপের চূড়ান্ত আসরের স্বপ্ন দেখাচ্ছে টাইগ্রেসরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাম্প্রতিক সময়ে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশের মেয়েদের। নিকট অতীতে সাফল্য তেমন না থাকলেও ঠিকই স্বপ্ন দেখছেন টাইগ্রেসরা। আইসিসি নারী বিশ্বকাপ ২০১৭ এর বাছাইপর্বে অংশ নিতে শ্রীলঙ্কায় উড়াল দিয়েছে রুমানা আহমেদের দল।

বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলতে স্বপ্ন দেখানো টাইগ্রেসরা পাপুয়া নিউ গিনি, পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। সুপার সিক্সে যাওয়ার লক্ষ্য নিয়ে এবার লঙ্কা মিশনে বাংলাদেশের মেয়েরা।

বিশ্বকাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১০টি দেশ নিয়ে। ৫টি করে দল নিয়ে গঠন করা হয়েছে ২টি গ্রুপ। প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল খেলবে সুপার সিক্স। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে সুপার সিক্সে ওঠা ছয়টি দল। তাদের সঙ্গে যোগ দেবে র‌্যাংকিংয়ের শীর্ষ চারটি দল।

টাইগ্রেসদের দলপতি রুমানা দেশ ছাড়ার আগে জানান, ‘এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। বাছাই পর্ব উতরে মূল পর্বে যেতে এটাই আমাদের সেরা সুযোগ। অবশ্যই চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। এটা নতুন টুর্নামেন্ট হলেও আমাদের লক্ষ্যটা কিন্তু পুরনো। আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি শেষ ছয়ে খেলার। ’

রুমানা আরও যোগ করেন, ‘ওখানে আমাদের নিজেদের প্রমাণ করতে হবে। প্রতিটি ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা করেছি। প্রতিটি দলকে আমরা চিনি। আগে তাদের সঙ্গে খেলেছি। তাদের বিপক্ষে জয়ও পেয়েছি। এবারও আশাবাদী সেখানে ভালো কিছু করব। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কেও বেশ ধারণা আছে। আশা করছি ছক অনুযায়ী খেলতে পারব। ’

নিজেদের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে রুমানা জানান, ‘বেশ কিছুদিন ধরে ব্যাটিং নিয়ে ভালো কাজ করেছি। কেননা আগে থেকে আমাদের এই বিভাগটি অপেক্ষাকৃত দুর্বল। ব্যাটিং নিয়ে যে কাজ হয়েছে, সেটির সঠিক প্রয়োগ করতে চাই। ঠিক সময়ে নিজেদের সেই সামর্থ্যের প্রমাণ দিতে চাই। ছন্দ খুঁজে পেলে ভালো কিছু হবেই। ’

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।