ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
২০ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম ছবি:সংগৃহীত

২০১৭ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিল) মৌসুমে ক্রিকেটারদের নিলামের জন্য ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। যেখানে টুর্নামেন্টটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। নিলামের জন্য এখন পর্যন্ত ৭৫০ জনকে নিবন্ধন করা হয়েছে। খেলোয়াড় নিবন্ধনের জন্য ৩ ফেব্রুয়ারি ছিল শেষ দিন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ২৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। যেখানে বিদেশি সর্বোচ্চ ৯ জন থাকবে।

পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে।

নিলাম মূলত ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার জেরে তা বাতিল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।